বর্তমানে টিএসসিতে (ছাত্র-শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়) গেলে সাক্ষী হওয়া যায় বাংলাদেশের মানুষের এক অন্যরকম মনোভাবের। রেকর্ড সংখ্যক মানুষ ও সংগঠন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে। এই তালিকাতেই এবার যুক্ত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচিতে সহায়তা পাঠিয়ে ২৫ আগস্ট সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে অপু একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, নায়িকার প্রতিনিধি হিসেবে এক যুবক কিছু অর্থ গণত্রাণ কর্মসূচিতে প্রদান করেন।
বিষয়টি নিয়ে অপু পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখো লাখো মানুষ পানি বন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে।’
অভিনেত্রী যোগ করেন, ‘অসহায় শিশুদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে। কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট সন্তানদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
সবশেষে অপু লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্তদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’
উল্লেখ্য যে, আকস্মিক বন্যায় দুর্বিষহ হয়ে উঠেছে বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১টি জেলার মানুষের জীবন। ঘর-বাড়ি ও বসতভিটা হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। বানভাসিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাবসহ সরকারি বিভিন্ন সংগঠন। পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে যে যার সামর্থ অনুযায়ী এগিয়ে আসছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।