Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪

টানাপোড়েনে কলকাতার সিনেমা

পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় | ছবি: ফেসবুক

কলকাতায় চলছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেই অনুষ্ঠানে নেই বাংলাদেশের কোনো সিনেমা। তবে এসবের মধ্যেই ফেডারেশনের সঙ্গে পরিচালকদের টানাপড়েন বাড়ছে বলে শোনা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিনোদন জগতের সাথে আগের মতো নেই বলে বলছে অনেকেই। পরিচালকদের বয়কটের কথাও শোনা গেছে।

অভিনেতা কৌশিক সেন এসব বিষয়কে কেন্দ্র করে বলেছিলেন, “চলচ্চিত্র উৎসব নিয়ে হ্যাংলামি করার কিছু নেই। যদি মনে করি ভাল ছবি দেখব, তা হলে ‘ডেলিগেট কার্ড’ কিংবা টিকিট কেটে সিনেমা দেখতে যাব। সরকারি আমন্ত্রণের মুখাপেক্ষী হয়ে বসে থাকব না।”

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | ছবি: ফেসবুক

পরিচালক গিল্ডের কার্যকরী সমিতির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও যেন কিছুটা বিরক্ত । মঙ্গলবার ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় পরিচালকদের সংগঠনের তরফে। এ দিনই প্রযোজক-পরিচালক-অভিনেতার বক্তব্য, “উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও কোনও প্রশ্ন নেই।” এ-ও জানান, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে উপস্থিত থাকতেন। যত সময় এগিয়ে গিয়েছে ততই উদ্‌যাপনের সঙ্গে জড়িয়ে পড়েছেন বেশি করে। ফলে, তিনি ব্যক্তিগত ভাবে উৎসবে উপস্থিত না থাকার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না।

মঙ্গলবারের এ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, কার্যকরী সমিতির সদস্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অনেকেই। পরমব্রতের সাথে তারা একমত কিনা জানতে চাওয়া হলে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা বলেন, “আমার ছবি এ বারের চলচ্চিত্র উৎসবে থাকছে। প্রতি বারের মতো আমিও উৎসবে থাকব।” একই সুর বাকি পরিচালকদেরও। তারাও জানিয়েছেন, কাজের ফাঁকে সময় বার করে অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করবেন প্রতি বছরের মতো।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাবনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পূর্নিমা

নব্বই দশকের দুই জনপ্রিয় তারকা শাবনূর ও পূর্ণিমা। একসাথে পর্দায় এখন তাদের দেখা না গেলেও, তাদের বন্ধুত্ব রয়েছে…

মেহজাবীনের সিনেমায় সানি–সেজানের গান ‘এই শহর স্বার্থপর’

জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ‘কথা ক’ গান দিয়ে আলোচনায় আসা র‍্যাপ সংগীতশিল্পী সেজান এবার নাম…

রেকর্ডের ইতিহাস ভেঙে, ইতিহাস গড়ছে ‘পুষ্পা টু’

ভারতে এখন চলছে পুষ্পা–ঝড়। শুধু ভারত বললে ভুল হবে, বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে…

‘সেরা পরিচালক’ ও ‘সেরা সিনেমা’ পুরস্কার জিতলো বিঞ্জ

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এ রবি আজিয়াটা পিএলসির ওটিটি…
0
Share