হাসপাতালের মেডিকেল কর্মকর্তা তানভীর ইসলাম জানান, ঘুমের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন ৬২ বছর বয়সী পরিচালক সোহানুর রহমান সোহান। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব কবিরুল ইসলাম রানার বরাতে গণমাধ্যমে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়।
নির্মাতার মৃত্যুর একদিন আগে ১২ সেপ্টেম্বর ব্রেইন স্ট্রোক করে মৃত্যু হয় তার স্ত্রী প্রিয়া রহমানের।