Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

এবার ‘মুক্তি কনসার্ট’ 

‘মুক্তি কনসার্ট’-এর পোস্টার । ছবি: ফেসবুক

রক্তঝরা জুলাইয়ের আন্দোলনে বহু মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহতও হয়েছেন অনেকে। আহতদের মাঝ থেকে এখনও আসছে মৃত্যুর খবর, অনেকেই আবার কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। আন্দোলনে এমন আহত বিপ্লবী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতেই কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশনস (বামবা)।

১৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বামবা’র অফিশিয়াল পেজ থেকে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কনসার্টের নাম- ‘মুক্তি কনসার্ট’। যা ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকায়।

‘একতার ডাক’ দিয়ে বামবা’র ফেসবুকের পোস্টে ইংরেজিতে লেখা, ‌‘মহান পরিবর্তনের সময়ে, সংগীত আমাদের একত্রিত করার ক্ষমতা রাখে। দিনব্যাপী এই আয়োজনের জন্য বামবা গর্বিত, যেখানে থাকছে শীর্ষস্থানীয় বাংলাদেশি ব্যান্ডের পারফরম্যান্স এবং আরও অনেক কিছু।’

বামবা’র ফেসবুকের পোস্টের স্ক্রিন শট

পোস্টে আরও লেখা, ‘তবে এই কনসার্ট কেবল সংগীত নয়, তার চেয়েও বেশি কিছু— একটি উদ্যোগ নেওয়ার আহ্বান। স্বাধীনতা ও ন্যায়ের জন্য ছাত্র আন্দোলন যারা লড়াই করেছেন, সেই আহত বিপ্লবীদের এবং তাদের পরিবারের সঙ্গে আমরা একাত্মতা প্রকাশ করছি।’

সবশেষে সংগীতশিল্পীদের সংগঠনটি বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের আয়োজনের স্পন্সর হওয়ার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, কনসার্টের লাইনআপ ও ভেন্যু এখনও চূড়ান্ত করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, খুব শীঘ্রই বামবা’র ফেসবুক পেজে বিস্তারিত তথ্য জানানো হবে। বর্তমানে দেশের শীর্ষসারির ব্যান্ডগুলোর সাথে কনসার্ট বিষয়ক আলোচনা চলছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেয়েকে নিয়ে বিলাসবহুল ফ্ল্যাটে উঠছেন দীপ-বীর

২০২৪ সালের ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এরপর সম্প্রতি…

নায়ক হিসেবে দেবকে চান চয়নিকা চৌধুরী

নিজের নতুন সিনেমা ‘সখা সোলমেট’-এর জন্য নায়ক হিসেবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবকে নেওয়ার ইচ্ছা প্রকাশ…

‘অভিনয়শিল্পী সংঘ’ নিয়ে যা বললেন সভাপতি নাসিম

১৮ সেপ্টেম্বর রাজধানীর একটি কনভেনশন হলে অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’…
Exit mobile version