কয়েকদিন থেকে অভিনেতা জায়েদ খানের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরে দেখলেই মিলে কক্সবাজারের চিহ্ন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কক্সবাজারে চেক ইন করেও একের পর এক পোস্ট করছেন জায়েদ। কক্সবাজারে যাওয়া অভিনেতার জন্য নতুন কিছু নয়, নতুন খবর হলো- এবার নাকি অভিনেতা সমুদ্রসৈকতে গেছেন তার নতুন বউকে নিয়ে, হানিমুনে!
না, জায়েদের নারী ভক্তদের সারপ্রাইজড হওয়ার কারণ নেই। কেননা, সত্যিকারের জীবনে বিয়ে করেননি অভিনেতা। কথা হচ্ছে জায়েদের সম্প্রতি কাজ করা একটি বিজ্ঞাপনচিত্র নিয়ে। যে বিজ্ঞাপনের চিত্রনাট্য সাজানো হয়েছে নতুন বিয়ে ও হানিমুন নিয়ে। মূলত বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ের জন্যই কক্সবাজারে পাড়ি দিয়েছেন এই চিত্রনায়ক।
নতুন বিজ্ঞাপনে জায়েদের সাথে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা জলি। জায়েদ-জলির বিজ্ঞাপনচিত্রের গল্প হলো- নতুন বিয়ে করেছেন এক দম্পতি। যারা যাবেন হানিমুনে। নতুন বউয়ের প্রথম পছন্দ কক্সবাজার। তাই বাধ্য বর তার বউকে নিয়ে ছুটেন কক্সবাজার সমুদ্রসৈকতে। হানিমুনে থাকার জন্য তারা বেছে নিয়েছেন আন্তর্জাতিক মানের একটি হোটেল রামাদার প্রেসিডেন্টসিয়াল স্যুইট।
জানা গেছে, ২২ ফেব্রুয়ারি থেকে হোটেল রামাদার টিভিসির কাজটি শুরু হয় কক্সবাজারে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন কলাতলি বিচের হোটেল রামাদার বিভিন্ন লোকেশনে চলেছে চিত্রধারণ। বড় বাজেটের এই প্রোজেক্টের সমন্বয়কারী রংধনু গ্রুপের ব্র্যান্ড মিডিয়া অ্যান্ড পিআর প্রধান মো. সাইফুল ইসলাম। আর এটি নির্মাণ করছেন চিত্রনির্মাতা অনন্য মামুন।