‘কামানেই তো গরম জল থাকে তাইনা? কামানটা উল্লেখ করিনি এই যা‘- এমনভাবেই জানিয়েছেন অরুনা বিশ্বাস। ৫ আগস্টের পর থেকে অবশ্য তিনি লাপাত্তা। তার সাথে আরও অনেকে নিখোঁজ যারা একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত ছিলেন। গ্রুপের নাম আলো আসবেই।
‘আলো আসবেই’ শিরোনামে গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে প্রায় ১৬০ জন আওয়ামীপন্থী অভিনয়শিল্পী, নির্মাতারা একজোট হয়েছিলেন এই গ্রুপে। এই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস ছাত্রদের ওপরে গরম জল ঢালার পরামর্শ দিয়ে রয়েছেন তোপের মুখে।
বর্তমানে তিনি কানাডায় আছেন। এবং গণমাধ্যমের প্রশ্নের জবাবে- ‘গরম জল’ প্রসঙ্গে তিনি এমনটাই জানান।
তিনি আরও উল্লেখ করেন- তারা বুঝতেই পারেননি, ছাত্রদের এভাবে নীপিড়নের শিকার হতে হয়েছে। তবে তিনি কথা প্রসঙ্গে জানান, ডিরেক্টর অব প্রোগ্রাম হওয়ার জন্য আগের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে তিনি জানিয়েছিলেন।
প্রসঙ্গত জানা গেছে, সহকর্মীদের মত অনুযায়ী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হবার একটি সম্ভাবনার কারণেই সাবেক সরকারের ভুল সিদ্ধান্তের পরেও পক্ষ সমর্থন করে গেছেন অরুনা বিশ্বাস।