‘জাওয়ান’ বাংলাদেশে মুক্তি পেলে আন্দোলনে নামবেন দেলোয়ার জাহান ঝন্টু।
৩ সেপ্টেম্বর এফডিসিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথাগুলো জানান নির্মাতা। পরিচালক বলেন, ইংরেজি ছাড়া অন্য ভাষার চলচ্চিত্র দেশে মুক্তি পেলে তার বিরুদ্ধে আন্দোলনে নামবেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসম্মতির পরেও বাংলাদেশে হিন্দি ছবির আমদানি হওয়ায় পুরো প্রক্রিয়াটিকে প্রশ্নবিদ্ধও করেন তিনি।
দেশের প্রচলিত নিয়ম মেনে ৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) ভারতে মুক্তি পাওয়ার পরের দিন ৮ সেপ্টেম্বর শুক্রবার শাহরুখ খান অভিনীত ‘জাওয়ান’- এর বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল।
তবে ঈদ ছাড়া একই সপ্তাহে দুইটির বেশি সিনেমা মুক্তি দেওয়ার সুযোগ নেই, প্রযোজক সমিতির এই অলিখিত নিয়মকে হাতিয়ার করেই দেশে ‘জাওয়ান’ সিনেমার মুক্তি ঠেকানোর পক্ষে কথা বলছেন ঝন্টু। পরিচালক জানান, ৮ সেপ্টেম্বর তার পরিচালিত ‘সুজন মাঝি’ ও মুশফিকুর রহমান গুলজারের দ্বারা নির্মিত ‘দুঃসাহসী খোকা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাই প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী ৮ সেপ্টেম্বর ‘জাওয়ান’ মুক্তির বিপক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি।
৩ সেপ্টেম্বর ঘোড়ার গাড়িতে চড়ে এফডিসিতে পৌঁছে নিজের ছবি ‘সুজন মাঝি’র প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ ঘোষণা করেন দেলোয়ার জাহান ঝন্টু। ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে যাওয়া চলচ্চিত্রটিতে অভিনয় করছেন ফেরদৌস, নিপুণ, কাজী হায়াৎ, সেলিম, সিয়াম খান ও গাঙ্গুয়ার মত তারকারা।