১১ জানুয়ারি থেকে টানা অসুস্থ ছোট পদ্মকে নিয়ে চিকিৎসার জন্য এবার কলকাতা যাচ্ছেন পরীমণি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।
১৭ জানুয়ারি ফেসবুক পোস্টে নির্মাতা লেখেন, “হাসপাতালে টানা সাত দিন থাকার পর ছেলের চিকিৎসার জন্য কলকাতার পথে পরীমণি। পদ্ম খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্তু কিছুই করার নেই। আপনারা সবাই পদ্মর জন্য পরীর জন্য দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল। অনেক কান্না পাচ্ছে তোমাদের এয়ারপোর্টে বিদায় দেওয়ার সময়।”
পরীকে উল্লেখ করে চয়নিকা চৌধুরী আরও বলেন, “পরী, আমি জানি তুমি ফাইটার। তুমি অনেক বুদ্ধিমতী, তুমি অনেক ধৈর্যশীল। তুমি একাই সব পারবে। আমি শিওর। তুমি জয়ী হয়েই আসবে। তোমার ছেলে বড় হয়ে তোমার এই জীবনের গল্প মনে রাখবে আর গর্ব অনুভব করবে।”
১৯ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীমণি অভিনীত ‘কাগজের বউ’। নিজের একমাত্র সন্তানের অসুস্থতায় নতুন ছবি মুক্তি বা প্রচারণা নিয়ে কোন উল্লাস নেই পরীর।