৮০ লক্ষ টাকার বিএমডাব্লিউ গাড়ি চুরি হয়ে যাওয়ায় আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। অভিনেত্রীর রেস্টুরেন্ট থেকে গাড়িটি চুরি হয়ে যাওয়ায় মুম্বাইয়ের ব্যবসায়ী রুহান খানের অভিযোগের তীর এসেছে শিল্পার দিকেই।
ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারতের তথ্যানুযায়ী, ভারতের মুম্বাইয়ে ‘বাস্তিয়ান’ রেস্তরাঁর মালিক শিল্পা। গোটা মুম্বাই জুড়ে একাধিক শাখা রয়েছে এই রেস্টুরেন্টের। শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রার যৌথ মালিকানা রয়েছে রেস্তরাঁর ব্যবসায়। ব্যবসার কাজের বেশির ভাগ দেখভাল করে থাকেন রাজ।
দেশ-বিদেশের অনেক নামকরা রেস্টুরেন্টকে টেক্কা দেওয়া শিল্পা-রাজের রেস্তোরাঁ থেকেই ঘটেছে ৮০ লক্ষ টাকার বিএমডাব্লিউ গাড়ি চুরির ঘটনা। এ গাড়ির মালিক মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। তার নাম রুহান খান। তিনি ইতিমধ্যেই শিবাজি পার্ক থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।
সূত্রের খবরে আরও জানা গেছে, গাড়িটি পার্ক করার মাত্র এক মিনিটের মধ্যেই তা চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, গাড়িটি পার্কিং লটে ঢোকার কিছুক্ষণ পরই জিপ গাড়িতে চড়ে কয়েকজন আসেন। তারপর প্রযুক্তির সাহায্যে গাড়িটি নিয়ে পালিয়ে যান তারা।
পরবর্তীতে রেস্তরাঁ বন্ধ হওয়ার পর রুহান বেসমেন্ট কর্মীদের তার গাড়িটি নিয়ে আসতে বলেন। তখন কর্মীরা জানান গাড়িটি খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই সময় তারা বুঝতে পারেন, গাড়িটি চুরি হয়েছে।
একারণেই শিল্পা শেঠির রেস্তোরাঁর বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন চুরি যাওয়ার গাড়ির মালিকের আইনজীবী।