এবারের ঈদের দর্শকের আগ্রহের শীর্ষে ছিল ‘বরবাদ’। এরপরই আছে ‘দাগি’, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’। মুক্তির এক মাস পূর্ণ হতে চললেও ঈদে মুক্তি পাওয়া ছয় ছবির মধ্যে এই চারটি নিয়ে সিনেমাপ্রেমীদের আগ্রহ এখনো তুঙ্গে। জানা গেছে ২৯ দিনে ৪টি ছবি মোট টিকিট বিক্রি করেছে ৭৫ কোটি টাকারও বেশি।
গত সোমবার পর্যন্ত চার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকের কাছ থেকে পাওয়া টিকিট বিক্রির হিসাব বলছে, মুক্তির ২৫ দিন পর্যন্ত শাকিব খান অভিনীত মেহেদী হাসানের ‘বরবাদ’ ছবির টিকিট বিক্রি হয়েছে ৬২ কোটি ৫৮ লাখ টাকার। এর বাইরে আফরান নিশো অভিনীত শিহাব শাহীনের ‘দাগি’র রোববার পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে ৭ কোটি ৬০ লাখ টাকা। সোমবার পর্যন্ত সিয়াম আহমেদ অভিনীত এম রাহিমের ‘জংলি’র টিকিট বিক্রি হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’ ছবির টিকিট বিক্রি হয়েছে ১ কোটি ১০ লাখ টাকার বেশি।
প্রযোজক ও পরিচালক সূত্রে জানা গেছে, বরবাদ ১৫ কোটি, দাগি ৪ কোটি, জংলি পৌনে ৩ কোটি ও চক্কর ৩০২ পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে।
টিকেট বিক্রি নিয়ে ‘চক্কর ৩০২’ ছবির পরিচালক শরাফ আহমেদ বলেন, ‘আমরা এক অর্থে মনে করি, যে পরিমাণ টিকিট বিক্রি হয়েছে, তা ঠিকঠাক। আমাদের এ ছবি কিন্তু আমজনতার নয়। প্রথমবার ছবি বানিয়েছি, অনেক কিছু বুঝে উঠতে পারিনি। তারপরও আমাদের ছবির কথা মানুষের মুখে মুখে ছড়িয়েছে। আমরা শো পেয়েছি কম, সে তুলনায় ব্যবসায় আমরা সন্তুষ্ট। তবে ওটিটি, টেলিভিশন স্বত্ব এবং বিদেশে মুক্তির পর আমাদের ছবিটি লাভজনক জায়গায় পৌঁছাবে, এটা আমরা বিশ্বাস করি।’
ঈদুল ফিতরে মুক্তি পাওয়া চারটি ছবি এখনো দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। দেশের বাইরেও মুক্তি পেয়েছে ঈদের তিন সিনেমা। তবে দেশের বাইরে কত টাকার টিকিট বিক্রি হয়েছে, জানতে সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। চতুর্থ সপ্তাহেও দেশের ৭২ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে ‘বরবাদ’। ২৭ প্রেক্ষাগৃহে ‘জংলি’ আর ১২ প্রেক্ষাগৃহে ‘দাগি’ দেখানো হচ্ছে।
‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘মুক্তির প্রথম দিন থেকে দর্শকের সাড়া আমাদের মুগ্ধ করেছে। সারা দেশের হলমালিকেরা খুশি। তারা আমাদের যে তথ্য এখন পর্যন্ত পাঠিয়েছেন, তাতে ৬২ কোটি ৫৭ লাখ টাকার বেশি টিকিট বিক্রি করেছেন। এটা শুধু আমাদের জন্য ভালো লাগার বিষয় নয়, পুরো সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক খবর। যেভাবে চলছে, আশা করছি, টিকিট বিক্রির এ সংখ্যা আরও আশাজাগানিয়া জায়গায় পৌঁছাবে।’
টিকিট বিক্রিতে ‘বরবাদ’-এর পরই ‘দাগি’। পরিচালক শিহাব শাহীন বলেন, ‘আমাদের ছবির টিকিট বিক্রি এখন পর্যন্ত যেভাবে হয়েছে, তা বেশ সন্তোষজনক। সিনেমা হলে এখনো যেভাবে ছবিটি চলছে এবং দর্শকের আগ্রহ যেমনটা দেখছি, তাতে ঈদুল আজহা পর্যন্ত ছবিটি চলবে।
হলমালিকেরাও তেমনটাই জানিয়েছেন। আমাদের আশাবাদ, এভাবে চলতে থাকলে টিকিট বিক্রি ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’
‘জংলি’ সিনেমার প্রযোজক জাহিদ হাসান বলেন, ‘বলতে পারেন, আমরা আন্ডারডগ ছিলাম। আস্তে আস্তে আমাদের ছবির চাহিদা বেড়েছে। দর্শকের চাহিদায় প্রেক্ষাগৃহের মালিকেরা প্রদর্শনী বাড়াতে বাধ্য হয়েছেন। তা ছাড়া আমাদের ছবির বিনিয়োগ যা, সে অনুযায়ী টিকিট বিক্রি বেশ ভালো। শুরুর দিকে যে চাহিদা ছিল, তখন যদি শো বাড়ানো যেত, তাহলে আরও বেশি টিকিট বিক্রি হতো। তারপরও ছবিটি এখনো যেভাবে দর্শকের চাহিদায় আছে, তাতে প্রত্যাশা ছাড়িয়ে যাবে।’