Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫

চার বছর পর আজ মুক্তি পেল ‘মেকআপ’  

চার বছর আগে তারিক আনাম অভিনীত ‘মেকআপ’ সিনেমাকে প্রদর্শনের অযোগ্য বলে রায় দেয় তৎকালীন সেন্সর বোর্ড। সিনেমাটি অবশেষে আলোর মুখ দেখছে। ১০ জানুয়ারী ২৩টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘মেকআপ’।

সেন্সর বোর্ড বিষয়ে পরিচালক অনন্য মামুন বলেন, ‘সিনেমাটি নিয়ে চার বছরের জার্নি ছিল যুদ্ধের মতো। পৃথিবীর কোনো দেশে সিনেমাকে নিষিদ্ধ করে না। সেখানে আমাদের সামাজিক ছবিটি নিষিদ্ধ করা হয়।’

সিনেমার পোস্টারে অভিনেতা তারিক আনাম

২০২১ সালের জানুয়ারি মাসে সেন্সরে জমা পড়ে মেকআপ। তারপর একের পর এক সেন্সর বোর্ডের বাধার মুখে পড়ে। সেন্সর বোর্ড থেকে প্রযোজনা প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হয়, ১৫টি দৃশ্যের সংলাপে তাদের আপত্তি রয়েছে। ২০ মিনিটের মতো দৃশ্য কেটে ফেলার কথা বলা হয়েছিল। পরিচালক অনন্য মামুন সংশোধন করে ফেব্রুয়ারিতে সেন্সরে পুনর্বিবেচনার জন্য সিনেমাটি জমা দেন। সিনেমাটি পর্যবেক্ষণে রাখে সেন্সর বোর্ড।

মার্চের শুরুতে সেন্সর বোর্ডের তৎকালীন ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন ‘মেকআপ’ বিষয়ে বলেন, ‘এটি দেখে বোর্ডের মনে হয়েছে, সেন্সর নীতিমালার পরিপন্থী কিছু বিষয় এখানে আছে। যে কারণে আমরা ছবিটি পর্যবেক্ষণে রেখেছিলাম। সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, ছবিটি অপ্রদর্শনযোগ্য। এটা হলে মুক্তি পাবে না।’ বলা যায়, এভাবে সিনেমাটিকে একরকম ‘নিষিদ্ধ’ করে বোর্ড।

সে সময় অনন্য মামুন ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘একটা ছবিকে এভাবে আটকে দেওয়াটা চলচ্চিত্রশিল্পের ওপর আঘাত। এভাবে ভালো ছবি হবে না। এভাবে কোনো শিল্প হয় না।’ মামুনের দাবি, সে সময় দায়িত্বে থাকা সেন্সর বোর্ডের একজন সদস্যের খামখেয়ালিপনার কারণে তাঁর সিনেমাটি আটকে ছিল। উদ্দেশ্যহীনভাবেই তাঁর সিনেমার নামের আগে ‘অশ্লীল’, ‘প্রদর্শন অযোগ্য’ তকমা জুড়ে দেওয়া হয়েছিল। ‘দর্শকদের সুস্থ ধারার সিনেমা উপহার দেওয়ার জন্য আমরা সিনেমাটি বানিয়েছিলাম। সিনেমাটি নিয়ে আমাদের কোনো ব্যবসায়িক চিন্তা ছিল না। অথচ একের পর এক হয়রানি হতে হয়েছে, যা ছিল পুরোটাই উদ্দেশ্যহীন,’।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বদলে যায় বোর্ডের নাম ও সদস্য। সেন্সর সার্টিফিকেশন বোর্ডের কাছে নতুন করে আবেদন করে অবশেষে আলোর মুখ দেখছে মেকআপ।

সিনেমায় শাহবাজ খান নামে অভিনয় করেছেন তারিক আনাম খান। তারিক আনাম খান গল্প প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘দুজন নায়ক–নায়িকার সিনেমার প্রতি আগ্রহের গল্প এখানে তুলে ধরা হয়েছে। অতি সাধারণ একটা জায়গা থেকে তারা এসেছেন। এই প্রেক্ষাপটের মধ্য দিয়ে মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষদের কথা বলা হয়েছে। সেই সময়ে আমি যত দূর শুনেছিলাম, কেউ কেউ ধরে নিয়েছিলেন, মিডিয়াকে ছোট করা হয়েছে। সামান্য কারণেও তোলপাড় হয়। এখন আর সেগুলো নিয়ে কথা বলতে চাই না। সিনেমা দীর্ঘদিন পর দর্শকদের কাছে যাচ্ছে। দর্শক সিনেমাটি দেখুক, কথা বলুক, এটাই চাই।’

‘মেকআপ’-এ তারিক আনাম খান ছাড়াও প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও নিপা আহমেদ।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version