‘চাক দে ইন্ডিয়া’ গার্ল এখন মা! সাগরিকা-জহির দম্পতির ঘরে এলো ছোট্ট রাজপুত্র ফতেহসিং, বলিউডে খুশির হাওয়া। ‘চাক দে ইন্ডিয়া’র সেই মিষ্টি মুখের মেয়ে সাগরিকা ঘাটগ এবার জীবনের সবচেয়ে বড় চরিত্রে—মা।
সাগরিকা ঘাটগএর স্বামী জহির খান, যিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফাস্ট বোলার ছিলেন। এই তারকা জুটির ঘরেই এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান, নাম রেখেছেন ‘ফতেহসিং খান’।
সকাল সকাল ইনস্টাগ্রামে খুশির ঝলক দেখালেন সাগরিকা নিজেই। সন্তানের সঙ্গে জহিরের একটি আবেগময় মুহূর্ত শেয়ার করে ক্যাপশনে লিখলেন, “ভালোবাসা, কৃতজ্ঞতা ও সৃষ্টিকর্তার আশীর্বাদের সঙ্গে আমরা আমাদের প্রিয় ছোট্ট শিশু, ফতেহসিং খানকে স্বাগত জানাচ্ছি’।
এই খবরে শুভেচ্ছাবার্তার জোয়ার বয়ে যাচ্ছে। সুরেশ রায়না, আকাশ চোপড়া, আর পি সিং– কে নেই সেই তালিকায়? প্রত্যেকেই কমেন্টে লিখেছেন মিষ্টি কথা, ভালোবাসা আর আশীর্বাদ।
সাগরিকার বলিউড যাত্রা শুরু হয়েছিল ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’ দিয়ে। ছবির পরপরই একের পর এক বিজ্ঞাপন করলেও সিনেমার জগতে তেমন জমাতে পারেননি। এরপর ‘রাশ’, ‘ফুটফেয়ারি’, কিছু পাঞ্জাবি ছবি আর ওটিটিতে টুকটাক কাজ করেছেন। ২০১৫ সালে ‘খতরো কে খিলাড়ি’র মঞ্চে এসে আবারও আলোচনায় উঠে আসেন এই অভিনেত্রী।
এখন অবশ্য সব আলো তাদের ছোট রাজপুত্র ‘ফতেহসিং’ ঘিরেই। এই ছোট্ট নবাবই হয়তো একদিন খেলার মাঠে বা বলিউডের পর্দায় বাবা-মায়ের নাম আরও উজ্জ্বল করবে।