দীর্ঘদিন ক্যানসারে ভুগে ৩০ জানুয়ারি দুপুর ১২টা ৫১ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নাট্যাভিনেতা, টেলিভিশন ও রেডিওর উপস্থাপক আসলাম শিহির। তার মা’রা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।
নিজের ফেসবুক পোস্টে অভিনেতা রওনক লেখেন, “অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য আসলাম শিহির আজ না ফেরার দেশে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনা করছি।”
নিজের পোস্টে, বিকাল ৪ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জানাজা অনুষ্ঠিত হবার কথাও জানান তিনি।
মেহেরপেুরের ছেলে আসলাম শিহির ছাত্রজীবন থেকেই, রাজনীতিতে সক্রিয় ছিলেন। দুইবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালে ধরা পরে আসলাম শিহির দুরারোগ্য থাইরয়েড ক্যানসারে ভুগছেন।