চলে যাওয়া মানেই যে প্রস্থান নয়, মানুষ বেঁচে থাকে তার কাজের মধ্য দিয়েই। বিশেষ করে তারা যদি হয় তারকারা তাহলে তো কথাই নেই। বিগত কিছু বছরে বিশ্বব্যাপী শোবিজ অঙ্গন হারিয়েছে অনেক উজ্জ্বল নক্ষত্রদের। হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে সেই তারকাদের কিছু ছবি। হাস্যউজ্জ্বল মুখে বিশ্বকে জানাচ্ছেন ক্রিসমাস বা বড়দিনের শুভেচ্ছা। কিন্তু কীভাবে?
বর্তমানে এআই মানুষের কল্পনার বাইরে চলে গিয়েছে। কারো কণ্ঠ থেকে চেহারা। চাইলেই নকল করা সম্ভব। মূলত সেই এআই জেনারেট ছবির মধ্য দিয়েই ভক্ত-অনুরাগীদের মাঝে ফিরে এসেছেন ঋষি কাপুর, ইরফান খান, লতা মঙ্গেশকর,কেকে’র মত লেজেন্ডরা।
ছবি গুলোর কোথাও দেখা গেছে, কোথাও সান্টা ক্লোজের সাথে এক গাল হাসি নিয়ে সেলফি তুলছেন বলিউড অভিনেতা ইরফান খান।
আচ্ছা অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে কার কার মনে আছে? আজ থেকে চার বছর আগে হাসি-খুশি ছেলেটার ঝুলন্ত লাশ পাওয়া গিয়েছিল তারই বাসায়। এত বছর পর এআইয়ের যাদুতে দেখা গেল গায়ে ক্রিস্মাস থিমের টি-শার্ট জড়িয়ে মাথায় লাল টুপি দিয়ে বরফের মাঝে স্নোম্যান বানাচ্ছেন বলার প্রিয় সুশান্ত! তার মুখের সেই মায়াবী হাসিটা চোখে পানি এনেছে তার ভক্তদের।
বলিউডে বিগত বছর গুলোতে ঝরে পড়া নক্ষত্রের মধ্যে অন্যতম প্রিয় মুখ ঋষি কাপুরেরও দেখা মিলেছে হঠাৎ। বছরের মাঝে দুটি হরিণকে নিজের সেলফি ফ্রেমে আনার চেষ্টা করছিলেন তিনি।
গাইতে গাইতেই স্টেজে মৃত্যুর কোলে ঢেলে পড়া সংগীতশিল্পী কেকে’র দেখাও পেয়েছে তার ভক্ত অনুরাগীরা। হাত মোজা আর স্ক্রিসমাস থিমের টি-শার্ট জড়িয়ে তিনিও বরফের মাঝে বানাচ্ছিলেন স্নোম্যান!
রিয়েলিটি শো বিগ বস ১৩ বিজয়ী ও ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকেও বড় দিনে ফিরিয়ে এনেছে এআই। ছবি অভিনেতা নিজের সেই মায়াবী চাহনিতে যেন সকলকে তার সাথে বরফের গোলা নিয়ে খেলার আবেদন করছেন।
কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরকে দেখাও মুগ্ধ হয়েছেন সংগীতপ্রেমীরা। মুখ জোড়া হাসিতে, স্নোম্যান বাঞ্চছিলেন তিনি। গায়ে জড়ানো শাড়ি কিন্তু এত ঠাণ্ডাতেও তার ছিল না কোনও হাত মোজা। কিন্তু চিন্তিত হতে গিয়েই যাদের মনে পড়লো, আররে সবার প্রিয় লতা মঙ্গেশকর যে আর আমাদের মাঝে নেই, একরাশ কষ্টের ঝড়ো বাতাস ছুঁয়ে যায়নি এখম মানুষ খুব কমই পাওয়া যাবে।
নিজের আইকোনিক স্টাইল, গলার সোনার চেইন সাথে চোখে কালো রোদ চশমা, নিজের সঙ্গী স্নোম্যানটিকেও সাজিয়েছেন একই ভাবে। ভাইরাল ছবিটিতে ঠিক এইভাবে দেখা গেল সংগীতশিল্পী বাপ্পি লাহেড়িকে!
এছাড়াও ভাইরাল ছবি গুলোতে দেখা মিলেছে লিয়াম পেইন, রতন টাটা, সতীশ কৌশিক, প্রফেসর ম্যাকগোনাগলের মত হারিয়ে ফেলা অনেক তারকাদের।