Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ৮, ২০২৫

চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে ‘বিলডাকিনি’

‘বিলডাকিনি’ সিনেমার দৃশ্যে মোশাররফ করিম-পার্নো মিত্র | ছবি: ফেসবুক

দীর্ঘ দুই বছর পর অবশেষে আগামী ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্নো মিত্র অভিনীত ‘বিলডাকিনি’।

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে নির্মিত এই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছিল ২০২২ সালে। এবং গেল বছর ছাড়পত্র পাওয়ার পর বার বার মুক্তি পিছিয়ে অবশেষে নতুন বছরের শুরুতে মুক্তি তারিখ ঠিক হলো সিনেমাটির।

‘বিলডাকিনি’ সিনেমার দৃশ্যে মোশাররফ করিম-পার্নো মিত্র | ছবি: ফেসবুক

নির্মাতা ফজলুল তুহিনের পরিচালনায় ‘বিলডাকিনি’ উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। ওপার বাংলার পার্নো মিত্রের বাংলাদেশের এটি দ্বিতীয় সিনেমা। এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

‘বিলডাকিনি’ সিনেমার চমক হিসেবে থাকছে মোশাররফ করিমের গান। আশরাফ বাবুর সংগীত পরিচালনায় ‘যা দেখি তার সবই ভালো’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন তিনি।

সিনেমাটি নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘বিপদগ্রস্ত মানুষের শ্বাসরুদ্ধকর সংগ্রাম, তাদের কষ্ট এবং সম্পর্কের জটিলতার এক কাব্যিক চিত্র রূপায়িত হয়েছে বিলডাকিনি সিনেমায়। আজকের দিনে ভূমিদস্যুর অত্যাচার থেকে মানুষ রক্ষা পাচ্ছে না, একালের নারীরা এখনো নির্যাতিতা, সহায়হীন মানুষের আহাজারি চারদিকে। তবু এই অসমতল পৃথিবীতে মানুষ আশায় বুক বেঁধে নতুন স্বপ্নের সিঁড়ি বেয়ে ভালোবাসার শক্তিতে বাঁচতে চায়। বিলডাকিনি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকেরা সেই বাস্তবতার মুখোমুখি হবে।’

‘বিলডাকিনি’ সিনেমার শুটিংয়ের একাংশ | ছবি: ফেসবুক

সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘এর আগেও কয়েকটি তারিখ ঠিক করেছিলাম। নানা কারণে রিলিজ দেওয়া সম্ভব হয়নি। অবশেষে এই জানুয়ারিতে সিনেমাটি দর্শকের সামনে আসছে।’

উল্লেখ্য, ‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম-পার্নো মিত্র ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, মনোজ প্রামাণিক প্রমুখ। সরকারি অনুদানের পাশাপাশি সহযোগী প্রযোজনায় আছে ডেটা সলিউশন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন যারা

আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪’ সিজন-২ অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের নাম…

দ্বিতীয়বারের মত মা হয়েছেন সানা খান

৫ জানুয়ারি দ্বিতীয় সন্তানের মা হয়েছেন প্রাক্তন বলিউড অভিনেত্রী সানা খান। পুত্র সন্তান জন্মের সুখবরটি ভক্তদের…
Exit mobile version