Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৪, ২০২৫

চলচ্চিত্রে ফিরছেন ম্যাডাম ফুলি খ্যাত শিমলা

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় মুক্তি পায় ম্যাডাম ফুলি সিনেমা। এই সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী শিমলা। প্রথম সিনেমায় পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপরে বেশকিছু ছবি করলেও তেমন আলোচনায় আর আসতে পারেননি শিমলা।      

তবে ২০১৫ সালে শিমলা ‘নাইওর’ নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। কিন্তু আলোচনায় আসেন অন্য কারণে। চট্টগ্রামে বাংলাদেশ বিমান ছিনতাই চেষ্টায় নিহত হন শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ। সারা দেশে তখন এ নিয়ে হইচই হলে শিমলা সিনেমার নায়িকা থেকে বাস্তব জীবনের ট্র্যাজেডির মুখপাত্রে পরিণত হন।

এরপর বেশকিছুদিন মুম্বাইয়ে ছিলেন। সেখানে অভিনয় ক্যারিয়ার গড়ার চেষ্টাও চালান।

গোবিন্দের সাথে সিমলা

সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে লাল গালিচায় পা রেখেই শিমলা জানিয়ে দিলেন— তিনি ফিরছেন। বললেন, “হ্যাঁ, আবার নিয়মিত কাজ করব। দর্শকদের ভালো কিছু উপহার দিতে চাই।

শিমলা বলেন, “নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন কাজ করার জন্য প্রস্তুত। আবার চলচ্চিত্রে নিয়মিত হতে চাই। ভালো গল্প আর বাজেট পেলে কাজ করবো। এরই মধ্যে কয়েকটি কাজের কথা হয়েছে। ব্যাটে-বলে মিললে কাজগুলো করবো’।

বাংলাদেশে সবশেষ ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ ছবিতে কাজ করেন ‘ম্যাডাম ফুলি’ খ্যাত এ নায়িকা। ছবিটি পরিচালনা করেন রুবেল আনুশ। ছবিতে আরো অভিনয় করেন মামুন, আবুল হায়াত, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ। এখন দেখার পালা কবে ফেরেন, কি নিয়ে ফেরেন আর কতটা বাজিমাত করতে পারেন পর্দায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেন কোরান ও গীতা উপহার দিয়েছিলেন সঞ্জয় দত্ত ?

অভিনেত্রী আমিশা প্যাটেল এবং সঞ্জয় দত্তের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলিউডে বেশ পরিচিত। আমিশা বহুবার সঞ্জয়…

নারী বিদ্বেষ বাড়ছে বলে মনে করেন অভিনেত্রী বাঁধন

জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতন আন্দোলনে ব্যাপক সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছাত্র জনতার পক্ষে রাস্তায়ও…
Exit mobile version