Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

চতুর্থ সন্তানের মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট

মা হলেন ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডট । ছবি: ইনস্টাগ্রাম

চতুর্থবারের মত মা হলেন ‌‘ওয়ান্ডার ওম্যান’ খ্যাত অভিনেত্রী গ্যাল গ্যাডট। ৬ মার্চ ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

৭ মার্চ গ্যাল গ্যাডট তার অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে হাসপাতাল থেকে তোলা নবজাতকের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় নবজাতককে বুকে জড়িয়ে আছেন ৩৮ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী।

গ্যাল গ্যাডটের ইনস্টাগ্রামে পোস্ট করা ছবি

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মিষ্টি মেয়ে তোমাকে স্বাগতম। গর্ভাবস্থা সহজ ছিল না। কিন্তু আমরা তা পেরেছি।‘ মেয়ের নাম জানিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, ‘তুমি আমাদের জীবনে আলো ছড়িয়ে দিয়েছো, একদম তোমার নামের মত- ওরি। হিব্রু ভাষায় যার অর্থ ‘আমার আলো’। কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। মেয়েদের বাড়িতে তোমাকে স্বাগতম। বাবাও বেশ কুল।’

পিপল ডটকম-এর তথ্যমতে, জ্যারন ভারসানোর সঙ্গে গ্যাল গ্যাডট বিয়ে করেন ২০০৮ সালে। এরপর ২০১১ সালে এই দম্পতির প্রথম সন্তান অ্যালমার জন্ম হয়। ২০১৭ সালে জন্ম নেয় তাদের দ্বিতীয় মেয়ে- মায়া। তাদের তৃতীয় কন্যা ড্যানিয়েলার জন্ম হয় ২০২১ সালে। এবার ২০২৪ সালে তাদের চতুর্থ কন্যা ওরি পৃথিবীতে আসলো।

এদিকে গ্যাল গ্যাডট আবারও মা হওয়ায় অভিনেত্রীর অনেক ভক্ত ও অনুরাগীরা বেশ অবাকও হয়েছেন। কেননা অনেকেই জানতেন না তিনি গর্ভবতী ছিলেন।

প্রসঙ্গত, গ্যাল গ্যাডটের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হার্ট অব স্টোন’। তাছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘স্নো হোয়াইট’।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশি আয় করলো আমিরের সিনেমা

২০ গুণ বেশি আয় করেছেন আমির খান প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির পর সবাই যেখানে ওটিটি প্ল্যাটফরমে সিনেমা মুক্তি দেন,…

মরেও কর থেকে রক্ষা পেলেন না এন্ড্রু কিশোর

মৃত্যুর পরও কর বকেয়ার নোটিশ পেলেন এন্ড্রু কিশোর বাংলা গানের আকাশে এন্ড্রু কিশোর ছিলেন নক্ষত্রের মতো উজ্জ্বল।…

চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অভিনেত্রী কারিশমা

গুরুতর আহত হন কারিশমা অভিনেত্রী কারিশমা শর্মার সঙ্গে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে হঠাৎ লাফ…
Exit mobile version