২০২৪ সালের ঈদুল আজহায় সিনেপ্রেমীদের মূল আকর্ষণ সুপারস্টার শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা ‘তুফান’। সর্বাধিক সিনেমা হলে চলছে এই ছবি। আর সবগুলো হলই রীতিমত হাউজফুল। বক্স অফিসে তুফানী ঝড়ের মাঝেই এবার চঞ্চল জানালেন সিনেমাটিতে তার যুক্ত হওয়ার পিছনের গল্প।
চঞ্চল চৌধুরী জানান, ‘শাকিব ভাইয়ের সঙ্গে এর আগে আমার সঙ্গে দেখা হয়েছে কোনও পুরস্কার অনুষ্ঠানে অথবা ব্যক্তিগত অনুষ্ঠানে। সেখানে তার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে, তিনি আসলে বাংলা সিনেমার জন্য একজন ডেডিকেটেড মানুষ। শুধু অভিনেতা নন। আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কেউ করি রুটিরুজির স্বার্থে, কেউ শিল্প এবং সিনেমার স্বার্থে।’
এরপর অভিনেতা যোগ করেন, ‘আমার মনে হয়েছে, এই মানুষটার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আমাদের সিনেমাতে পরিবর্তন আনা সম্ভব। আন্তর্জাতিক মানের করা সম্ভব।’
চঞ্চল যোগ করেন, ‘যতবার শাকিব ভাইয়ের সঙ্গে আড্ডা হয়েছে, ততবারই আমরা ভেবেছি অ্যাকশন নিয়ে কাজ করা উচিত। এটা আমার জন্য সুযোগই। ভেবেছি, দেখি যদি আমরা একসঙ্গে কাজ করি, আমার কিছু দর্শক আছে, তার দর্শক আছে। আমরা একসঙ্গে কাজ করলে যদি অধিকাংশ দর্শককে সিনেমা হলে আনতে পারি, আমরা পরবর্তী সময়ে অনেক বড় বড় বাজেট নির্ভর সিনেমা করতে পারবো।’
এছাড়া পশ্চিমবঙ্গের নায়িকা মিমি চক্রবর্তীর ‘তুফান’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে চঞ্চল জানান, ‘সিনেমাটিকে কলকাতার দর্শকনির্ভর করতে মিমিকে আনা। মিমি ওখানকার খুব জনপ্রিয় একজন অভিনেত্রী। তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে। লক্ষ্য ছিল, আমরা আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবো, সেই সঙ্গে সারা পৃথিবীতে যত বাংলা ভাষাভাষী আছেন, তাদের ধরার চেষ্টা।’
উল্লেখ্য যে, ১৭ জুন বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’। এতে শাকিব অভিনয় করেছেন একজন নব্বই দশকের গ্যাংস্টারের চরিত্রে। শাকিব- চঞ্চল- মিমি ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখ।