গাঁজা সেবনের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে মার্কিন র্যাপার তারকা উইজ খলিফাকে। ঘটনাটি ঘটে ১৪ জুলাই পূর্ব রোমানিয়ার কস্টিনেস্টি গ্রামে একটি কনসার্টে।
জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের তথ্যানুযায়ী, প্রসিকিউটররা নিশ্চিত করেছেন উইজ খলিফার কাছে গাঁজা পাওয়া গেছে। আর এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোমানিয়ান অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম প্রসিকিউটরদের এক বিবৃতি থেকেও জানা গেছে, উইজ খলিফার কাছ থেকে কস্টিনেস্টিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের সময়ই ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া গেছে। একটি হাতে তৈরি সিগারেটে তিনি গাঁজা সেবন করছিলেন। ফলে তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠান থেকে উইজ খলিফাকে বের করে দিচ্ছে পুলিশ।