৮০-৯০ দশকের বলিউড কুইন মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমাকে দিয়েছেন চন্দ্রমুখী’র মতন আইকনিক চরিত্র। আর তার এই বিশেষ অবদানের জন্য গোয়ায় অনুষ্ঠিত ৫৪তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া উৎসবের মঞ্চেই ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন মাধুরী দীক্ষিত।
মঞ্চে উঠে মাধুরী বলেন, ”প্রায় ৩৮ বছর ধরে কাজ করছি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বলিউডের সেরা পরিচালকদের সাথে কাজ করেছি। এই ইন্ডাস্ট্রি আমার পরিবারের মতো। অনেক কিছু পেয়েছি এই ইন্ডাস্ট্রি থেকে তবে এই সম্মান, যেকোনো প্রাপ্তির ঊর্ধ্বে।”
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর তার সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আইকন, মাধুরী দীক্ষিত চার দশক ধরে পর্দায় অতুলনীয় প্রতিভা উপহার দিয়ে এসেছেন আমাদের। দিয়েছেন নিশা, চন্দ্রমুখী, বেগম পারা, রাজজোর মতো চরিত্র। তার বহুমুখীতা অন্তহীন, সীমাহীন।”