ভারতের মেগাস্টার চিরঞ্জীবী জায়গা করে নিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২২ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানের। যে অনুষ্ঠানে চিরঞ্জীবীর হাতে তুলে দেওয়া হয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট। মূলত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা/নৃত্যশিল্পী বিভাগে সবচেয়ে জনপ্রিয় তারকা হিসেবে এ স্বীকৃতি পেয়েছেন তিনি।
অনুষ্ঠানটিতে জানানো হয়, দীর্ঘ ৪৫ বছরের ক্যারিয়ারে চিরঞ্জীবী ১৫৬টি সিনেমার ৫৩৭টি গানের ২৪ হাজার নাচে পারফর্ম করেছেন।
সার্টিফিকেট গ্রহণ করে চিরঞ্জীবী বলেন, ‘এই মুহূর্তটি ভোলার নয়। আমি কখনো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কাছ থেকে স্বীকৃতি চাইনি। কিন্তু আমার নাচের জন্য তারা সম্মানিত করেছে, এটা অবিশ্বাস্য! নাচ আমাকে সত্যিকার অর্থে তারকা বানিয়েছে এবং আমার ক্যারিয়ারে অনেক পুরস্কার এনে দিয়েছে।’
এদিকে চিরঞ্জীবীকে ২২ সেপ্টেম্বর সার্টিফিকেট প্রদানের ঘটনাটি কাকতালীয় নয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, এই দিনটি বেঁছে নেওয়া হয় অভিনেতাকে সম্মান প্রদর্শনের জন্য।
জানা গেছে, ১৯৭৮ সালের ২২ সেপ্টেম্বর সিনেমায় অভিষেক ঘটেছিল চিরঞ্জীবীর। একারণেই অভিনেতাকে তার প্রাপ্য সম্মান দেওয়ার জন্য ২২ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করেন গিনেস কর্তৃপক্ষ।
চিরঞ্জীবীকে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।