বাংলার গিটার গড আইয়ুব বাচ্চু। তার গাওয়া ‘একচালা টিনের ঘর’ গানের লাইনগুলোর মতই আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালের ১৮ অক্টোবর রুপালী গিটার ফেলে তিনি চলে গেছেন চিরতরে।
তবে দর্শক, দেশের সংগীতাঙ্গনের উজ্জ্বলতম তারকার চলে যাওয়ার দিনে আছে তার ভক্তদের জন্য একটি সুখবর। কারণ তার গান ফিরে আসছে আবারও।