সম্প্রতি ই’সরায়েল-হা’মাস ইস্যুতে ই’সরায়েল নিয়ে এক মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন আমেরিকান সুপার মডেল জিজি হাদিদ। পরবর্তীতে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন জিজি।
আমেরিকার গণমাধ্যমের সূত্রানুসারে, মূলত ইনস্টাগ্রামে শেয়ার করা একটি পোস্টের পর থেকেই তোপের মুখে পড়েন ফি’লিস্তিন বংশোদ্ভূত এই মডেল। পরবর্তীতে পোস্টটি ডিলিট করে দেন তিনি।
ঐ পোস্টে ই’সরায়েল প্রসঙ্গে জিজি লিখেন, “ই’সরায়েলই একমাত্র দেশ, যারা শিশুদেরও যুদ্ধবন্দি করে রাখে।“ যার উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেছিলেন ফি’লিস্তিনের আহমেদ মানসরার কথা প্রসঙ্গ। মাত্র ১৩ বছর বয়সে ই’সরায়েলি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল সে। পরবর্তীতে ১২ বছর কারাদণ্ড দেওয়া হয় তাকে। যদিও দণ্ড কমিয়ে পরে তা সাড়ে ৯ বছর করা হয়েছিল। জিজির দাবি ছিল, গুরুতর স্বাস্থ্য সমস্যার মধ্যেও দখলদার ই’সরায়েল মানসরাকে অ’পহরণ করে নির্জন কারাবাসে রাখেন।
এমন দাবির পর সমালোচনার ঝড় উঠে জিজির বিরুদ্ধে। এমনকি কেউ কেউ মডেলিং এজেন্সি আইএমজি’কে তার সঙ্গে চুক্তি বাতিল করতেও বলেন। এর পর পরই পোস্টটি মুছে দেন জিজি। তারপর বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি।
আরেকটি পোস্ট শেয়ার করে জিজি জানান, “যেভাবে ই’সরায়েলি সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে— আমি সেটাই দেখাতে চেয়েছিলাম। এই ক্ষেত্রে হাইলাইট করার চেষ্টা করছিলাম কিভাবে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) কর্তৃক গ্রেপ্তার হওয়া ফি’লিস্তিনি শিশুদের প্রায়ই একই অপরাধে অভিযুক্ত একজন ই’সরায়েলি শিশুর মতো সমান অধিকার দেওয়া হয় না। দুর্ভাগ্যবশত, আমি সেই পয়েন্টটি তৈরি করতে ভুল উদাহরণ দিয়েছি এবং আমি এর জন্য দুঃখিত।”