দেশের যেকোনো দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন সংগীতশিল্পী তাসরিফ খান। সম্প্রতি বন্যার কবলে পড়া ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এলাকার পানিবন্দী মানুষের পাশেও যথারীতি দাঁড়িয়েছেন তিনি। ভয়াবহ বন্যায় উদ্ধার ও ত্রাণ বিতরণে অংশ নেওয়ার পর এই সংগীতশিল্পী এবার নেমেছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে।
১০ সেপ্টেম্বর তাসরিফ তার ভেরিফাইড ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আপনাদের টাকায় আমরা পুনর্বাসনের দ্বিতীয় ঘর তৈরী করেছি আলহামদুলিল্লাহ। এই ঘরটি দিনমজুর বারখু ভাইয়ের, যিনি ফেনীর বন্যায় তার সর্বস্ব হারিয়েছিলেন।’
এর আগে ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিমের জন্য একটি ঘর নির্মাণ করেছিলেন তাসরিফ। এই খবরটি নিশ্চিত করেও ফেসবুকে একটি পোস্ট করেছিলেন তিনি। ঘরটি নির্মাণ করতে ব্যয় হয় ১ লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ জানান, এরকম ৫টি ঘরের কাজ চলছে। বর্তমানে তৃতীয় ও চতুর্থ ঘরের কাজও করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সিলেটের বানভাসি মানুষদের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভ করেছিলেন তাসরিফ। মুহূর্তের মাঝেই ভাইরাল হয়েছিল সেই লাইভ ভিডিওটি। সাধারণ মানুষের সহায়তায় নিয়োজিত থেকে বরাবরই প্রশংসায় ভাসেন এই শিল্পী।