আগামী ১৪ জুলাই প্রথমবারের মত কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা শাকিরা।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার খবরে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ। সেখানে প্রায় ৫৪ হাজার লোকের উপস্থিতিতে, স্থানীয় সময় রাত ৮টায় নির্ধারিত ম্যাচের হাফ টাইমে প্রথমবারের মতো পারফর্ম করবেন কলম্বিয়ান এই গায়িকা।
কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, ‘শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে৷ আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।’
উল্লেখ্য, কোপা আমেরিকার সেমি ফাইনালে কানাডাকে হারিয়ে ফাইনালে জেতে বাধা নেই আর্জেন্টিনার। আর্জেন্টিনার বিপক্ষে কে ম্যাচ মাতাবেন তাই দেখার পালা।