শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পীদের একের পর এক মৃ’ত্যু, আ’ত্মহত্যা ও ডিপ্রেশনের খবর অহরহই জায়গা করে নিচ্ছে পত্রপত্রিকার হেডলাইনে। প্রতিনিয়ত শোকের ছায়া নেমেই আছে বিনোদন জগতে। সম্প্রতি ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা সাংবাদিকদের মুখোমুখি হলে এই বিষয়েই তাকে প্রশ্ন করা হয়। এতে অভিনেত্রী বারণ করে দেন দ্বিতীয়বার যেন তাকে এই বিষয়ে প্রশ্ন না করা হয়!
মূলত তিশাকে প্রশ্ন করা হয় তারকাদের আ’ত্মহত্যা নিয়ে। আজকাল মিডিয়ায় তারকাদের ডিপ্রেশন বেড়ে যেতে দেখা যাচ্ছে। এর থেকে তারা আ’ত্মহত্যা করছেন কিনা, কিংবা এর থেকে উত্তরণের উপায় কি হতে পারে বলে মনে করেন তিশা? এই ব্যাপারে অভিনেত্রীর ব্যক্তিগত অভিমত জানতে চাওয়া হয়।
উত্তরে তিশা জানান, “আমি সব সময় মিডিয়ায় কথা বলতে চাই আমার কাজ নিয়ে। এর বাইরে কোনো বিষয়ে মন্তব্য আমি করতে চাই না। আশা করি, এই প্রশ্ন এবারই প্রথম আর এবারই শেষ করা হবে আমাকে।”
অভিনেত্রী যোগ করেন, “যেহেতু আমাকে প্রশ্ন করে ফেলেছেন, তাই এবারই প্রথম আর এবারই শেষবারের মতো উত্তর দিচ্ছি। ডিপ্রেশন থেকে কোনো অভিনয় শিল্পীর সু’ইসাইড করাটা আসলেই দুঃখজনক। তবে আমি বলবো, এই সমস্যাটা শুধু মিডিয়াতে বেড়েছে এমনটা নয়। এই ধারণাটাই ভুল।”
তিশা আরও যোগ করেন, “আমি মনে করি বাংলাদেশের অনেক জায়গায়ই মানুষ এই ভুল করছেন। কিন্তু আমাদের সেটা চোখে পড়ছে না। আমাদের চোখে শুধু মিডিয়ায় কি হচ্ছে তা চোখে পড়ছে।”
এছাড়াও ভুল ধারণা ও নেগেটিভ বিষয়গুলো থেকে বের হয়ে সকলকে পজিটিভ বিষয় নিয়ে চিন্তা করার জন্য উপদেশ দিয়েছেন ছোট পর্দার এই অভিনেত্রী।