গত শুক্রবার বনানীর একটি পাঁচ তারকা হোটেলে এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর মঞ্চে ফেরেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে গান গাওয়ারত অবস্থায় মঞ্চে অসুস্থ হয়ে পড়েন দেশবরেণ্য এই কণ্ঠশিল্পী। পরে তৎক্ষণাৎ তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
এখন কেমন আছেন সাবিনা জানতে চাইলে শুক্রবার রাত সাড়ে ১০টায় সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ সাবিনা ইয়াসমীন সুস্থ আছেন বলে জানান।
এছাড়াও গতকাল শনিবার সকালে সাবিনা ইয়াসমীনের মেয়ে সংগীতশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন গণমাধ্যমকে জানান, ‘রাতে বাসায় নেওয়ার পর আম্মু আবার অসুস্থতা অনুভব করেন। ভোরে তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়, যেখানে নিয়মিত দেখানো হয়’। জানা গেছে, সাবিনা ইয়াসমীনকে চিকিৎসকেরা এখনো পর্যবেক্ষণে রেখেছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।
১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের মঞ্চে গাওয়ার কথা রয়েছে বরেণ্য এই শিল্পীর। তবে হাসপাতালে ভর্তি থাকা ও চিকিৎসকের পরামর্শে আপাতত কোনো অনুষ্ঠানে গাওয়া হবে না—এমনটাই জানিয়েছেন ইয়াসমিন ফায়রুজ বাঁধন।
দীর্ঘ এক বছর পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার মঞ্চে গাইতে ওঠেন সাবিনা ইয়াসমীন। দর্শক-শ্রোতারা সোয়া এক ঘণ্টা মুগ্ধ হয়ে শুনছিলেন তার গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন সাবিনা। সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ জানান, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন।’
এর আগে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এই অনুষ্ঠানই ছিলো তার সর্বশেষ অনুষ্ঠান। তার এক বছর পরে আবারো স্টেজে উঠলেন এবার আর হয়ে পড়লেন গুরুতর অসুস্থ ।