রনবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির কন্যাসন্তান জন্মের পরে অনেক দিন তার মুখ মিডিয়ার সামনে আনেননি এই কাপুর দম্পতি। এরপর একদিন কন্যাকে নিয়ে প্রকাশ্যে আসেন আলীয়া এবং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায়ই রাহা কাপুরের ছবি পোস্ট করতেন। অনুরাগীরা প্রায়ই কোমল এই শিশুটির ছবির জন্য সেই অ্যাকাউন্টে যাতায়াত করতেন। এরই মধ্যে হঠাৎ করে নিজের সমাজ মাধ্যম থেকে রাহার সব ছবি মুছে দিলেন আলিয়া।
আলিয়ার এরকম কাণ্ডে সবাই কিছুটা অবাক, কিছুটা দ্বিধাগ্রস্ত। হঠাৎ কী এমন হলো যে এমন সিদ্ধান্ত নিলেন আলিয়া? এই নিয়ে চর্চা শুরু হয়েছে। রাহার মুখ দেখা যাচ্ছে, এমন সব ছবিই প্রায় মুছে দিয়েছেন আলিয়া।
এমনকি জামনগর ও প্যারিসে গিয়ে তোলা একাধিক ছবিও আর নেই আলিয়ার সমাজ মাধ্যমে। রাহার একটি ছবিই শুধু রয়েছে। নতুন বছর উদযাপনের আগে রাহার একটি ছবি পোস্ট করেছিলেন আলিয়া। রণবীর ও আলিয়ার কোলে ছোট্ট রাহা রয়েছে ঠিকই। কিন্তু দেখা যাচ্ছে না তার মুখ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় উঠছে এ নিয়ে। নিরাপত্তার কারণেই রাহার সব ছবি সরিয়ে দিয়েছেন আলিয়া এমনটাই মনে করছেন অনুরাগীরা । সাইফ আলী খানের ওপর হামলার ঘটনার পরেই নাকি আরো বেশি করে সতর্ক হয়েছেন আলিয়া। তাই সব ছবি মুছে দিয়েছেন তিনি।
সাইফের ওপর হামলার ঘটনায় ত্রস্ত হয়ে পড়েছিল বলিউড। তদন্তে জানা গিয়েছিল এক দুষ্কৃতকারী প্রথমেই ঢুকে পড়ে কারিনা-সাইফের ছোট ছেলে জেহর ঘরে। ছোট্ট জেহ সেই পরিস্থিতিতে বেশ ঘাবড়ে গিয়েছিল।
ন্যানির সাহায্যে কোনো মতে সেই ঘর থেকে পালিয়ে যায়। সেই ঘটনার পর থেকে সতর্ক হয়ে পড়েছেন কারিনা ও সাইফও। এই নিরাপত্তার কথা মাথায় রেখে আলিয়াও সতর্ক হয়েছেন বলে মনে করা হচ্ছে।