‘কুলি’তে অনবধ্যরূপে মিস্টার পারফেকশনিস্ট
গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা ‘কুলি’। মুক্তির মাত্র কয়েক সপ্তাহেই বক্স অফিসে ৫০০ কোটির ব্যবসা করেছে সিনেমাটি। সিনেমার রিলিজের পর থেকেই দর্শকরা রজনীকান্তের অভিনয় এবং অ্যাকশন দৃশ্যের প্রশংসা করছেন। তবে সিনেমাটিকে আরও আকর্ষণীয় ও অনবধ্য করেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান এর ক্যামিও উপস্থিতি।
‘কুলি’-তে আমির ‘দহ’ চরিত্রে হাজির হয়েছেন। ছবির ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পর থেকেই নেটিজেনরা তাকে অভিনন্দন জানিয়েছেন। সেই ছবিতে আমিরকে দেখা গেছে রাফ অ্যান্ড টাফ লুকে—সাদা-কালো ফ্রেমে চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন। এই লুক তার আলাদা অভিব্যক্তিকে ফুটিয়ে তুলেছে এবং দর্শকদের মধ্যে উচ্ছ্বাসের সৃষ্টি করেছে।
কিছু দিন আগে নেটিজেনদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আমির বলেছেন এই সিনেমায় অভিনয় তার অভিনয় জীবনের একটি বড় ভুল। তবে তা পুরোপুরি ভুল। অভিনেতার টিম স্পষ্ট করে জানিয়েছে যে, আমির কখনো এমন কোনো মন্তব্য করেননি এবং কোনো সাক্ষাৎকারে এমন উক্তিও দেননি। এই ব্যাখ্যা নেটিজেনদের মধ্যে শঙ্কা দূর করেছে।
ছবির অন্যান্য দিকেও দর্শকদের আগ্রহ কম নয়। রজনীকান্তের সঙ্গে দক্ষিণী এবং বলিউডের অভিনেতাদের সংমিশ্রণ, অ্যাকশন দৃশ্য এবং সিনেমার ব্যবসা—সবকিছু মিলিয়ে ‘কুলি’ হয়ে উঠেছে বক্স অফিসের হিট। বিশেষত আমিরের ক্যামিও লুক ছবির আকর্ষণ আরও বাড়িয়েছে। সিনেমার দর্শকরা সামাজিক মাধ্যমে সেই লুক নিয়ে আলোচনা করেছেন এবং প্রশংসা করেছেন।
এই সিনেমার সাফল্য এবং গুঞ্জন উভয়কেই ঘিরে এখনো নেটিজেনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তবে অভিনেতার টিমের স্পষ্ট বক্তব্য সেই সব ভুল ধারণা দূর করেছে এবং সিনেমাটির উপর ফোকাস পুনরায় ফিরিয়েছে।