বলিউড বাদশাহ, কিং খান, শাহরুখ খান! নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রোমান্স, অ্যাকশন আর অসাধারণ অভিনয়ের এক অনবদ্য সমাহার। শাহরুখের বলিউডের গ্রাফ সবার চোখের সামনে থাকলেও, যা রয়ে গেছে পর্দার আড়ালেই, তা হলো অভিনেতার ‘ছাত্রজীবন’।
কখনো কি ভেবে দেখেছেন? অভিনয় গুণে যে মানুষটি এখন সকলের নয়নের মণি, যার নাম শোনা মাত্রই ভক্তরা সাড়া দেন বিশ্বের আনাচে–কানাচে থেকে, সেই মানুষটি ছাত্র হিসেবে কেমন ছিলেন? এই প্রশ্নের উত্তরই আজ খুঁজবে চিত্রালী। উত্তর খুঁজতেই দর্শকদের নিয়ে চিত্রালী আজ উঁকি দিবে এই সুপারস্টারের কলেজের মার্কশিটে, যা ভাইরাল হয়েছিল কয়েক বছর আগেই। সেই মার্কশিটে কিং খানের ইংরেজির প্রাপ্য নম্বর দেখে অবাক হয়েছিলেন অনেকেই!
দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্সরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন শাহরুখ। সেখানে ভর্তি হওয়ার সময় দ্বাদশ শ্রেণির মার্কশিট জমা করেছিলেন অভিনেতা। ২০১৭ সালে মার্কশিটের কপিটি ভাইরাল হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মটিও ভাইরাল হয়েছিল নেটমাধ্যমে। একজন ব্যক্তিই মার্কশিট এবং ফর্ম–দুটিই ভাইরাল করে দিয়েছিলেন ফেসবুকে।
শাহরুখের মার্কশিটে দেখা যায় ক্লাস ইলেভেন-টুয়েল্ভে চারটি বিষয় নিয়ে লেখাপড়া করেছিলেন তিনি। বিষয়গুলো হলো- ইলেকট্রনিক্স, অঙ্ক, পদার্থ বিজ্ঞান এবং ইংরেজি। ইলেকট্রনিক্সে ৯২ নম্বর পেয়েছিলেন কিং খান। অঙ্ক ও পদার্থে পেয়েছিলেন ৭৮। তবে ইংরেজিতে তিনি পেয়েছিলেন মাত্র ৫১।
যিনি এত সাবলীলভাবে ইংরেজিতে কথা বলেন, তিনিই কিনা কলেজে ইংরেজিতে ছিলেন এতোটা দুর্বল!
কিন্তু মার্কশিট কিংবা নম্বরই কি সব কিছু বলে দিতে পারে? শাহরুখ খানের জীবন তো তা-ই প্রমাণ করে! পড়াশোনায় হয়তো তিনি ছিলেন সাধারণ, কিন্তু অভিনয়ের প্রতি তার ছিল অসাধারণ আগ্রহ।
কলেজ জীবনে অসংখ্য নাটকে অভিনয় করতেন শাহরুখ। আর সেই অভিজ্ঞতাই তাকে উঠিয়ে এনেছে বলিউডের শিখরে।
তাই আজ যারা পড়াশোনায় ভালো নয় বলে হতাশ, তাদের জন্য শাহরুখ খান একটি অনুপ্রেরণা। কারণ, সফলতা আসে কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং লক্ষ্যের প্রতি অবিচল আস্থা থেকে। শাহরুখ খান তার জীবনের মাধ্যমে তা-ই প্রমাণ করে দেখিয়েছেন।
লেখা: রাহনামা হক