মঙ্গলবার ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠী হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শোকে আচ্ছন্ন গোটা ভারত। সব শ্রেনিপেশার মানুষ তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করছেন। শোকের আচ্ছন্ন হয়েছেন বলিউডের তারকারাও।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার ঘটনায় বলিউড অভিনেতা অক্ষয় কুমার, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, সিদ্ধার্থ মালহোত্রাসহ বেশ কয়েকজন তারকা শোকপ্রকাশ করেছেন। একই সঙ্গে হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পহেলগাম ট্যুরিস্টদের উপর যে ভয়ঙ্কর সন্ত্রাসবাদীদের হামলা ঘটল তাতে সবাই আতঙ্কিত। কীভাবে এই নির্দোষ মানুষগুলোকে মারল! নিহতদের পরিবারের জন্য প্রার্থনা রইল’।
পরিচালক ও প্রযোজক করণ জোহর এক পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘হৃদয়বিদারক ঘটনা! যারা নিজেদের প্রিয়জনকে হারালেন, যে নির্দোষ মানুষগুলোর প্রাণ গেল তাদের জন্য আমার প্রার্থনা রইল’।
অভিনেতা সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ঠান্ডা মাথায় ওরা আমাদের দেশের মানুষগুলোকে খুন করেছে। এটা ক্ষমার অযোগ্য, ভুলতে দেওয়া যাবে না’। এই সন্ত্রাসবাদীদের বোঝা উচিত, অপরাধের শাস্তি কি হতে পারে। আমরা এবার চুপ থাকব না। পাল্টা জবাব দিতেই হবে। আমি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে অনুরোধ করব ওরা যেটার যোগ্য ওদের সেটাই ফিরিয়ে দেন’।
জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এই ঘটনার তীব্র বিরোধিতা করে লিখেছেন, ‘জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সাধারণ মানুষের উপর যে আক্রমণ চালালো সেটা কাপুরুষোচিত। আমার দেশের সেনার ওপর পূর্ণ আস্থা আছে। তাদের কাছে ন্যায় বিচার আশা করব। যেটা করার সেটাই করবেন’।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, পহেলগাম কেন? পহেলগামে হত্যাকান্ডে চুপ থাকতে পারেননি অভিনেতা ভিকি কৌশল। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘পহেলগাম সন্ত্রাসবাদীদের হাতে নির্মম ভাবে খুন হওয়া মানুষগুলোর পরিবারের লোকদের যন্ত্রণার কথা ভাবতেই কষ্ট হচ্ছে। আমার সমবেদনা এবং প্রার্থনা রইল’।
এই ঘটনায় আরও শোক জানিয়েছেন অভিনেতা সোনু সুদ, অনুপম খের, রাভিনা ট্যান্ডন, জাহ্নবী কাপুরসহ অনেক তারকা।
মঙ্গলবার পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় অন্তত ২৬ জনকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত গোষ্ঠী। ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।