‘পিপ্পা’ সিনেমায় কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’ গানের সুর বিকৃতি নিয়ে দুই বাংলায় চলমান প্রতিবাদে, ১৩ নভেম্বর বিকালে টিমের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে, নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় সব স্বত্ব নেওয়ার পরেই গানটির রিমেক বানিয়েছেন বলে জানান ছবির প্রযোজক সিদ্ধার্থ রয় কাপুর।
রায় কাপুর ফিল্মসে সোশ্যাল মিডিয়া পোস্টে প্রযোজক লেখেন, “এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে প্রযোজক, পরিচালক এবং সঙ্গীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরেই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি। প্রয়াত কাজী নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আমাদের এই সৃষ্টি তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য বানানো হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। দেশের প্রতি তাদের ভালোবাসা, স্বাধীনতার জন্য লড়াই, শান্তি ও বিচারের কথা মাথায় রেখেই এই অ্যালবাম তৈরি করা হয়েছে।”
নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছে সে কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে রায় কাপুর ফিল্মস আরও উল্লেখ করেন, “গানটির ঐতিহাসিক তাৎপর্যকে শ্রদ্ধা জানানোই ছিল আমাদের উদ্দেশ্য। আর গানের কথা ব্যবহার এবং সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।”
সব শেষে ওই বিবৃতিতে বলেন, “আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারও আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”
নির্মাতারা ক্ষমা প্রার্থনা করলেও, সুরকার এ আর রহমানের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।