শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসর। এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানজনক স্বর্ণপাম পুরস্কার পেয়েছেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরিল স্ট্রিপ। সিনেমায় অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়েছে।
দ্য হলিউড রিপোর্টারের তথ্যানুযায়ী, ১৪ মে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় অঞ্চল কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে স্ট্রিপের হাতে স্বর্ণপাম পুরস্কারটি তুলে দেয়া হয়েছে। ৭৪ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্মানের প্রতীকটি হস্তান্তর করেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোচে। এসময় স্ট্রিপকে ২.৫ মিনিট দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন থিয়েটারে উপস্থিত দুই হাজারেরও বেশি অতিথি। পাশাপাশি বজ্রধ্বনিও বাজানো হয়।
স্ট্রিপকে সম্মান জানানোর সময় উপস্থিত অতিথিদের মাঝে ছিলেন অভিনেত্রীর ‘লিটল উইমেন’ সিনেমার পরিচালক গ্রেটা গারউইগ। যিনি এবছর উৎসবে জুরি প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। স্ট্রিপের হাতে যখন পুরস্কার তুলে দেয়া হচ্ছিলো গারউইগকে তখন দেখা গেছে করতালি দিয়ে চোখের জল মুছতে।
উল্লেখ্য যে, নাটক নিয়ে পড়াশোনা ও নিউইয়র্ক সিটি মঞ্চে সাফল্য পাওয়ার পর স্ট্রিপ চলচ্চিত্রে অভিষেক করেন ১৯৭৮ সালে। তার অভিনীত প্রথম সিনেমা ছিল ‘দ্য ডিয়ার হান্টার’। এই অভিনেত্রীর উল্লেখ্যযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘আউট অব আফ্রিকা’, ‘দ্য ব্রিজেস অব ম্যাডিসন কাউন্টি’, ‘মামা মিয়া!’, ‘পোস্টকার্ডস ফ্রম দ্য এজ’, ‘ডেথ বিকামস হার’, ‘দ্য আওয়ার্স’, ‘দ্য লাস্ট শো’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’, ‘লায়নস ফর ল্যাম্বস’, ‘ডো’ন্ট লুক আপ’ ইত্যাদি।