অক্টোবর মাস জুড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ নিয়ে ব্যস্ত থাকার পর চলতি মাসে অভিনেত্রী নুসরাত ফারিয়া হিমশিম খাচ্ছেন অন্যান্য কাজের শিডিউল মেলাতে।
মূলত মে মাসেই ভারতীয় বাংলা চলচ্চিত্রের পরিচালক বাবা যাদবের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন ফারিয়া। সিনেমাটিতে অভিনেত্রীর সাথে আরও চুক্তিবদ্ধ হন সোমরাজ মাইতি। নাম ঠিক না হওয়া সেই ছবির শুটিং হওয়ার কথা ছিল অক্টোবর মাসে। ঐ মোতাবেক শিডিউল ঠিক করেছিলেন নায়িকা। ১ অক্টোবর থেকে হাঙ্গেরির বুডাপেস্টে শুটিংয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি।
কিন্তু ফারিয়াকে তার শিডিউল পেছাতে হয় অক্টোবর মাসে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার কারণে। ১৩ অক্টোবর ছবিটি মুক্তি পায় বাংলাদেশে। এরপর ২৭ অক্টোবর এটি মুক্তি পায় ভারতে। জাতির জনকের বায়োপিকটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘আশিকী’ খ্যাত ফারিয়া। ফলশ্রুতিতে অক্টোবর মাস জুড়ে তিনি ব্যস্ত সময় কাটান ছবিটির মুক্তি থেকে শুরু করে বিভিন্ন প্রচার-প্রচারণায়।
এখন ব্যস্ততা কমেছে নায়িকার। তাই বাবা যাদবের ছবিটির শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু এবার শিডিউল মেলাতে গিয়েই বিপাকে ফারিয়া। তার ভাষ্যমতে, “হাতে অনেক কাজ জমে আছে। কোনটা রেখে কোনটা আগে করব সেটার সিদ্ধান্ত নিতে পারছি না।”
তবে জানা গেছে, দ্রুতই বাবা যাদবের ছবিটির শিডিউল লক করবেন ফারিয়া। এই নিয়ে পরিচালকের সাথে কথা বলার কথা রয়েছে তার। তাছাড়া দেশীয় কয়েকটি কাজও হাতে আছে অভিনেত্রীর। খুব দ্রুতই সেগুলোর শুটিং শিডিউলও ঠিক করে নিবেন তিনি।
একটা মাস শুটিং থেকে দূরে থাকার কারণে শিডিউল নিয়ে বিপাকে পড়া ফারিয়া সব গুছিয়ে পূর্ণ উদ্যমে আবার দর্শকদের সামনে আসবেন বলে দর্শকদেরও প্রত্যাশা।