১০ ডিসেম্বর কলকাতা চলচ্চিত্র উৎসবে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’ প্রদর্শিত হয়। হলের ধারণ ক্ষমতার বেশি লোক উপস্থিত থাকায় কিছু কারণে এক পর্যায় দর্শক-পুলিশ সংঘর্ষে জড়িয়ে পরলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
সূত্রের খবরে, সাপ্তাহিক ছুটির দিন হওয়ার ‘কেনেডি’ দেখার জন্য প্রচুর দর্শক হাজির হয়েছিলেন। হলের আসন ভরে যাওয়ায় অনুমতিপত্র বা ডেলিগেশন কার্ড থাকার পরও আর কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এতে প্রবেশ অনুমতি না পাওয়া দর্শকেরা নানা রকম প্রশ্ন তুলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকে। তাদের সামাল দিতে কলকাতা চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ পুলিশ ডাকতে বাধ্য হয়।
এরপরে এক-দুই কথায় হাতাহাতি শুরু হয় দুইপক্ষের। যদিও এখনও গুরুতর হতাহতের কোন খবর পাওয়া যায়নি।