দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান বরাবরই অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। সবশেষ বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এবার এবার কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে তৈরি করেছেন নতুন গান।
নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গানের ভিডিও প্রকাশ করেন এই গায়িকা। গানে গানে কণ্ঠশিল্পী বলেছেন, ‘এই মেয়ে শোন এই রাত এই ভোর / যতখানি পুরুষের ততখানি তোর, এ শহর গ্রাম নদী এই পথঘাট / এখানে সাঁতার কাট এইখানে হাট, এখানে হাডুডু খেল্ কানামাছি ভোঁ / জীবনে যা কিছু চাস সব কিছু ছোঁ …’
প্রসঙ্গত, বহু বছর ধরেই গানে গানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সামাজিক ও রাষ্ট্রীয় নানা অসংগতির কথা তুলে ধরে আসছেন এই গায়িকা। তার গানে উঠে এসেছে কোটা সংস্কার আন্দোলনের শহীদের কথা। ‘আমার নাম প্যালেস্টাইন’ শিরোনামের গানে উঠে এসেছিল গাজায় সংঘটিত ইসরায়েলের ধ্বংসযজ্ঞের চিত্র।