আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আত্মাহুতি দানকারী বীরকন্যা প্রীতিলতার মৃত্যুবার্ষিকী আজ। আর বিশেষ দিনে চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে নির্মিত জাতীয়তাবাদী বিপ্লবী এবং বাংলার ‘প্রথম নারী শহীদ’ প্রীতিলতা ওয়াদ্দেদারের বায়োগ্রাফি নিয়ে নতুন তথ্য দিলেন সিনেমাটির নির্মাতা রশিদ পলাশ।
‘প্রীতিলতা’ নিয়ে গণমাধ্যমকে নির্মাতা জানিয়েছেন, ‘পরীমণি মা হওয়ার কারণে আমরা মাঝখানে বিরতি নিয়েছি। এখন আবার সরকার পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। এমনিতে ছবির প্রায় অর্ধেক শুটিং শেষ। বাকি অংশটুকু চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে শুট করব। আশা করছি, মাস দুয়েকের মধ্যে আমরা ক্যামেরা ওপেন করতে পারবো।’
এর আগে নির্মাতা বলেছিলেন, ‘প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরীমণিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।’
উল্লেখ্য, ২০২১ সালে নির্মাণ শুরু করা হয় ‘প্রীতিলতা’ সিনেমার। প্রধান চরিত্রে ছিলেন পরীমণি। থেমে যাওয়া ছবির কাজ শুরু হওয়ার প্রস্তুতি চলছে পুরোদমে।