দেশের বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন রচিত কাব্যগ্রন্থ ‘আমরা ধুলোকনা’র লেখা কবিতার কথায় ‘কবে ও কীভাবে’ শিরোনামের গান নিয়ে আসছেন সাংবাদিক, উপস্থাপক ও গায়ক তানভীর তারেক।
এই প্রসঙ্গে তানভীর তারেক জানিয়েছেন, ‘নিজেকে আফজাল ভাইয়ের স্নেহধন্য ভেবে আনন্দ লাগে, সৃজনশীল কাজ করার সাহস পাই। এত বড় গুণী মানুষ আমাকে ভালবাসেন, আমার কাজকে অনুপ্রেরণা দেন। এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। তার নির্মানের প্রথম চলচ্চিত্র ‘মানিকের লাল কাঁকড়া’ তে আমি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। এরপর বিচ্ছিন্নভাবে তার সাথে বিভিন্ন ধরণের কাজ হয়েছে। সেখান থেকে হঠাৎ করে প্রস্তাব দিলাম তার একটি কবিতাকে গানে রুপান্তরের। তিনি সম্মতি জানালেন।’
সঙ্গীত পরিচালক আরও জানিয়েছেন, ‘চমৎকার একটি গল্প আছে গানটিতে। গানের কিছু কথা এমন যে ‘আমার দিকে তাকিয়ে নেই তুমি, তুমি কান পেতে আছো কোলাহলে’।
নিজের কবিতার কথা থেকে গান-এই প্রসঙ্গে আফজাল হোসেন জানিয়েছেন, ‘তানভীরের বিভিন্ন সৃজনশীল পাগলামি আমার ভাল লাগে। এটিও ওর একটা অংশ। ভাল কিছু হোক। সেই চাওয়াকে রেখেই আমি অনুপ্রেরণাটুকু দিতে পারি।’
উল্লেখ্য, ‘সাউন্ডস অব তানভীর’ ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশিত হবে ‘কবে ও কীভাবে’।