Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

কনসার্টে পদপিষ্টদের প্রসঙ্গে জোজো

সংগীতশিল্পী জোজো | ছবি: হিন্দুস্তান টাইমস

দক্ষিণী ইন্ডাস্ট্রির আল্লু অর্জুন ও রামচরণের সিনেমার প্রিমিয়ারের পর এবার পশ্চিমবঙ্গের এক সংগীতানুষ্ঠানে ১০ জনের পদপিষ্ট হবার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী জোজো।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে, পশ্চিমবঙ্গের কলনায় চলছে পিঠাপুলি উৎসব। সেখানে ১২ জানুয়ারি রাতে মঞ্চে গান করতে উঠেন সংগীতশিল্পী জোজো। সাথে উপস্থিত ছিলেন বলিউড গায়িকা পলক মুচ্ছল।  এমন অবস্থায় দর্শক-শ্রোতার উপচে পড়া ভিড় নিয়ন্ত্রণে রাখতে না পারায় ধাক্কাধাক্কি ও পুলিশের লাঠিচার্জে আহত হয় অনেকে। বিষয়টি নিয়ে জোজো জানিয়েছেন, তার অনুষ্ঠানে দর্শকদের বেশি ভিড় হওয়া স্বাভাবিক ব্যাপার। বিষয়টি পুলিশ-প্রশাসনের নজরে আসার পর তারা খালি করার চেষ্টা চালিয়েছেন। কিন্তু কালনার ওই মাঠে এত ভিড় হয়েছিল যে, তা বলে বোঝানো সম্ভব নয়। শনিবার হাওড়ার ফুলমেলার অনুষ্ঠানেও অনেক ভিড় হয়েছিল। উদ্যোক্তারা বুঝতে পেরেছিলেন বলে বাঁশের ব্যারিকেডের পরিবর্তে লোহার ব্যারিকেড দিয়েছিলেন।

সংগীতশিল্পী জোজো ও কলনা কনসার্টের একাংশ | ছবি: হিন্দুস্তান টাইমস

সংগীতশিল্পীর ভাষ্যমতে, রবিবার (১২ জানুয়ারি) যা হয়েছে এর পেছনে দুটি কারণ। প্রথমত, দীর্ঘদিন পর কালনায় গিয়েছিলেন তিনি। এ জন্য তাকে দেখার ক্রেজ ছিল সবার। দ্বিতীয়ত, সেখানে তিনি ছাড়াও বলিউড তারকা পলক মুচ্ছল ছিলেন। আর বলিউড তারকাদের সবসময়ই একটা চাহিদা তাকে। কালনার ওই মাঠ বেশ বড়ও ছিল, এরপরও তা ভর্তি ছিল। অর্থাৎ, অনুষ্ঠান ঘিরে জনসমুদ্র ছিল।

এখন পর্যন্ত কলনায় আহতদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক, পা ভেঙে গেছে তাদের। বাকি আহতরাও এখনও চিকিৎসাধীন।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘লিভিং রুম সেশন’ দ্বিতীয় সিজন শুরু হয়েছে

চিরকুট ব্যান্ডের সংগীতশিল্পী পাভেল আরীনের ‘লিভিং রুম সেশন’ দ্বিতীয় সিজন শুরু হয়েছে। চার দেশের শিল্পীরা এই…

বিয়ে করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নীলা

১৩ জানুয়ারি জীবনের নতুন অধ্যায়ের শুরু করেছেন ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৩’ সুন্দরী…
Exit mobile version