বিশ্বজুড়ে বহুল পরিচিত টিভি চ্যানেল ‘কার্টুন নেটওয়ার্ক’। সম্প্রতি বন্ধ করে দেয়া হয়েছে শিশুদের প্রিয় এই চ্যানেলটির অফিশিয়াল ওয়েবসাইট।
৮ আগস্ট ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি (ডাব্লুবিডি) সিদ্ধান্ত নেয় কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধ করে দেয়ার। তবে দর্শকরা এখনও টেলিভিশন এবং সংযুক্ত অ্যাপ্লিকেশনে উপভোগ করতে পারবেন কার্টুন নেটওয়ার্কের অনুষ্ঠান।
বিষয়টি নিয়ে জানা গেছে, প্রতিষ্ঠানটি ব্যয় হ্রাস এবং ভক্তদের পরিবর্তন হিসেবে ম্যাক্সে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। কেননা, বর্তমানে কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইটে ক্লিক করার পর এটি স্ট্রিমিং পরিষেবা ম্যাক্সের ওয়েবসাইটে পুনঃনির্দেশ করে নিয়ে যাচ্ছে। এরপর সেখানে সাইনআপ করে সাবস্ক্রাইব করার পরই দর্শকরা তাদের বিভিন্ন অনুষ্ঠান দেখতে পারছেন।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি থেকে স্ট্রিমিং ওয়েবসাইট ‘বুমেরাং’ বন্ধ হয়ে যাবে। এমন ঘোষণা দেয়ার এক সপ্তাহ পরই কার্টুন নেটওয়ার্কের ওয়েবসাইট বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে ডাব্লুবিডি।