হংসল মেহতা ও মৃন্ময়ী লাগু ওয়াইকুল পরিচালিত সিরিজ ‘স্কুপ’ দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ‘২০২৩ এশিয়া কন্টেন্টস অ্যাওয়ার্ডস এন্ড গ্লোবাল ওটিটি অ্যাওয়ার্ডস’ এ দুটি পুরস্কার লুফে নিয়েছে। নেটফ্লিক্সের জন্য নির্মিত ওয়েব সিরিজটি ‘বেস্ট এশিয়ান সিরিজ’ এবং ‘বেস্ট লিড অ্যাকট্রেস’ ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছে।
২০২৩ সালের ২ জুন নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ৬ এপিসোডের ওয়েব সিরিজটির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার বগলদাবা করেছেন মুখ্য অভিনেত্রী কারিশমা তান্না। ৮ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত হওয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ার সেরা সিরিজের তকমাও পেয়ে গেছে ক্রাইম ড্রামাটি।
ভারতীয় সাংবাদিক জিগনা ভোরার স্মৃতিকথা ‘বিহাইন্ড বারস ইন বাইকুল্লা: মাই ডেইজ ইন প্রিজন’ এর উপর ভিত্তি করে নির্মিত ‘স্কুপ’- এ জাগ্রুতি পাঠক নামক এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন কারিশমা তান্না। সিরিজটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন হারমান বাওয়েজা, মোহাম্মদ জিসান আইয়ুব ও প্রসেনজিৎ চ্যাটার্জির মত তারকারা ।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং কোরিয়া রেডিও প্রমোশন এসোসিয়েশন দ্বারা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ২০১৯ সাল থেকে সারাবিশ্বের সেরা কাজগুলোকে সম্মানিত করে আসছে ।অনুষ্ঠানটির এইবারের আসরে ভারতের জয়জয়কারে বরাবরই উচ্ছ্বসিত হয়েছে বিনোদনপ্রেমীরা।