ওটিটির প্রাইম ভিডিওতে ৯ আগস্ট মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের ‘চান্দু চ্যাম্পিয়ন’।
কবীর খান পরিচালিত এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট এবং কবীর খান ফিল্মস প্রযোজিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী মুরলিকান্ত পেটকারের জীবনীর উপর ভিত্তি করে তৈরি।
প্রাইম ভিডিও ইন্ডিয়ার কন্টেন্ট লাইসেন্সিং ডিরেক্টর মনীশ মেনহানি বলেছেন, ‘চান্দু চ্যাম্পিয়ন তার গল্প এবং কার্তিক আরিয়ানের দুর্দান্ত অভিনয় দিয়ে মন জয় করেছে।’ ভারতসহ বিশ্বের ২০০টি দেশের দর্শক ঘরে বসে উপভোগ করতে পারছেন ‘চান্দু চ্যাম্পিয়ন’।
কবীর খান পরিচালিত সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিজয় রাজ, ভুবন অরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, অনিরুদ্ধ এবং শ্রেয়াস তালপাড়ে। ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর হাত ধরে পরিচালক হিসাবে ঘুরে দাঁড়ানোর লড়াই ছিল কবীর খানের এর আগে ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘এক থা টাইগার’ ব্লকব্লাস্টার হিট হলেও ‘টিউবলাইট’ ও ‘৮৩’ মুখ থুবড়ে পড়ে বক্সঅফিসে৷ ১২০ কোটি বাজেটে নির্মিত চান্দু চ্যাম্পিয়ন ভারতীয় বক্স অফিসে ৭৪ কোটি রুপি আয় করেছে। এখন দেখার বিষয় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ওটিটিতে কেমন সাড়া ফেলে।