দক্ষিনি সিনেমায় সাফল্যের পর এবার ওটিটি প্লাটফর্মে ‘ধুথা’ দিয়ে অভিষেক করতে যাচ্ছেন নাগা চৈতন্য। পহেলা ডিসেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে বিক্রম কে. কুমারের পরিচালিত ওয়েব সিরিজ ‘ধুথা’। ২৩ নভেম্বর মুক্তি পেয়েছে সিরিজটির ট্রেইলার। মুক্তির প্রথম ঘণ্টায় ছাড়িয়েছে ২ লাখ ভিউ।
ধুথা’র গল্প নিয়ে পরিচালক বলেন, “সাগরের অতীত কর্মফল নিয়ে কেও বা কারা, সাগর ও তার কাছের মানুষ গুলোকে তাড়া করে বেরাতে থাকে। সিরিজের গল্প সবার ব্রেইন নিয়ে খেলবে। আমার বিশ্বাস যে, বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ উপভোগ করতে পারবে।”
নিজের চরিত্র নিয়ে চৈতন্য বলেন, “সাগরের মতো একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে আমি জানতাম, আম্য নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে আস্তে হবে। আর নিজের সবটা দিয়ে কাজটা করেছি। আশা করি সবার ভালো লাগবে।”
তেলেগু শব্দ ‘ধুথা’র ইংরেজি অর্থ ‘দ্য মেসেঞ্জার’। সাসপেন্স থ্রিলার ধাঁচের ওয়েব সিরিজ দিয়েই ওটিটি যাত্রা শুরু করতে যাচ্ছেন দক্ষিনি এই অভিনেতা। আট পর্বের সিরিজটিতে নাগা চৈতন্য ছাড়াও থাকছে পার্বতী থিরুভোথু, প্রাচী দেসাইসহ আরও অনেকে।