Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ১, ২০২৫

এয়ারটেল ও ভূত.কম নিয়ে এলো ভূতের গল্প ‘অচিনপুর’

এক দশক আগে ভৌতিক গল্পপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয় হয়েছিল এয়ারটেল-এর প্রযোজনায় ’ভূতএফএম’। তারই ধারাবাহিকতায় এয়ারটেল নিয়ে এসেছে পুরোনো রোমাঞ্চ নতুনভাবে।

 ভূত.কম-এর আয়োজনে ‘‘অচিনপুর’, হন্টেড বাই এয়ারটেল’’ আসছে প্রতি বৃহস্পতিবার। অনুষ্ঠানটি দর্শকরা দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার রাত ১০ টা ৫৯ মিনিটে ভূতডটকম-এর ইউটিউব  চ্যানেলে ।

এছাড়া ভৌতিক স্ট্রিমিং অভিজ্ঞতাকে দর্শকদের জন্য আরো জমজমাট করতে, এয়ারটেল দিচ্ছে  দুটি স্পেশাল হরর প্যাক। মাত্র ২৯ টাকায় ২৪ ঘণ্টার জন্য আনলিমিটেড ইউটিউব। প্যাকটি পেতে ডায়াল করতে হবে *৪*০২৯# এবং ৩০ দিনের জন্য মাত্র ১৭৯ টাকায় আনলিমিটেড ইউটিউব পেতে ডায়াল করতে হবে  *৪*১৭৯#। অফারগুলো মাই এয়ারটেল অ্যাপেও প্রযোজ্য।

ভূতের গল্প, ভয় আর রোমাঞ্চের জন্য এয়ারটেল বাজ এবং ভূত এফএম.কম-এর সাথে থাকুন, আর হারিয়ে যান অচিনপুরের রহস্যময় দুনিয়ায়।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
Exit mobile version