বলিউডে করণ জোহরের হাত ধরে অভিষেকের পরেও নিজের অভিনয় দিয়ে খুব একটা ছাপ ফেলতে পারেনি অনন্যা পান্ডে। বলিউডে ব্যর্থ হলেও অভিনেত্রী স্বপ্ন দেখছেন হলিউডের কোয়েন্টিন টারান্টিনোর সাথে কাজ করার।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা জানান, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মত ছবি দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। বলিউডে করণ জোহরের হাত ধরেই পা রেখেছেন। সে দিক থেকে দেখলে করণের সাথে কাজ করার স্বপ্নপূরণ হয়ে গেছে তার। এখন স্বপ্ন হলিউড। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার অন্যতম নামকরা পরিচালক কোয়েন্টিন টারান্টিনো সাথে কাজ করতে চান তিনি। শোনা যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ ছবি বানাচ্ছেন টারান্টিনো। সেখানে কাজের সুযোগ লুফে নিতে চান অনন্যা।
উল্লেখ্য, ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-২’ দিয়ে বলিউডে পা রাখেন অনন্যা পান্ডে। এরপর ‘ড্রিম গার্ল-২’, ‘গেহরাইয়ান’, লাইগারের, মত সিনেমায় অভিনয় করলেও নিজের অভিনয়ে দর্শকদের মনে জায়গা করতে পারেনি তিনি।