বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সাথে ‘বিতর্ক’ যেন একই সুতোয় গাঁথা। হিমাচল প্রদেশের মান্ডির বিজেপির এমপি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি যখন অভিনেত্রী তার নতুন সিনেমা মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন, ঠিক তখনই এবার তিনি পেলেন সরাসরি হত্যার হুমকি।
এনডিটিভি’র তথ্যানুযায়ী, সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওর পাঞ্জাবের প্রভাবশালী শিখ নেতা ভিকি থমাস সিং-কে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘ইমার্জেন্সি’ সিনেমা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। একই ভিডিওতে তিনি রীতিমত ক’ঙ্গনাকে হ’ত্যা করার হু’মকি দিয়েছেন। এরপরই অভিনেত্রী সাহায্য চেয়েছেন পুলিশের কাছে।
ভিডিওতে ভিকি থমাস সিং দাবি করেন, ‘ইমার্জেন্সি’ সিনেমায় দেখানো গল্প শিখ সম্প্রদায়ের মর্যাদা হানি করছে। একারণে ছবিটি মুক্তি আটকানোর দাবিও জানিয়েছেন তিনি।
সেই শিখ নেতাকে ভিডিওতে বলতে শোনা যায়, ‘ইতিহাস কখনো বদলানো যায় না। তাই যদি তারা শিখদের সন্ত্রাসবাদী হিসেবে তুলে ধরেন, তাহলে মনে রাখবেন যার সিনেমা বানাচ্ছে, তার পরিণতি কী হয়েছিল। মনে রাখবেন সতবন্ত সিং এবং বিয়ন্ত সিং কে ছিলেন। যারা আমাদের আঙুল দিয়ে খোঁচায়, তাদের আঙুলই কেটে দেই আমরা। আমরা যদি নিজেদের গলা কাটাতে পারি, তাহলে গলা কাটতেও পারি।’
একই ভিডিওতে ভিকি আরও বলেন, ‘আপনি যদি এই সিনেমা রিলিজ করেন তাহলে সর্দাররা আপনাকে চপ্পল দিয়ে মারবে। থাপ্পড় তো খেয়েই নিয়েছেন। আমি খুব গর্বিত ভারতীয়।’
কঙ্গনা পরে ভিডিওটি তার অফিশিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করেন এবং মহারাষ্ট্র, হিমাচল ও পাঞ্জাব পুলিশকে ট্যাগ করে নিরাপত্তা চান।