টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। ভক্তদের সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
২৩ সেপ্টেম্বরে নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘সাবা’ সিনেমার পোস্টার শেয়ার করে লেখেন, ‘সাবা ফিচার ফিল্ম আনুষ্ঠানিকভাবে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।’
সিনেমাটির জায়গা হয়েছে বুসান চলচ্চিত্র উৎসবের ‘এ উইন্ডো অন এশিয়ান সিনেমা’ ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, ইরনাসহ বিশ্বের আরও বেশকিছু দেশের মোট ২৮ সিনেমা রয়েছে। যাদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে সাবাকে।
গণমাধ্যমের সাথে আলাপে উচ্ছ্বাসিত মেহজাবীন জানিয়েছেন, ‘বুসানে যাচ্ছে। এটা পুরো টিমের জন্য বড় একটা পাওয়া। প্রথম চলচ্চিত্র টরন্টোর পর বুসানে যাচ্ছে, কাজের ক্ষেত্রেও বেশ অনুপ্রাণিত করেছে। ফিল্ম কেন করছি না বা কবে করব, এ ধরনের প্রশ্ন কয়েক বছর ধরে চলছিল। অবশেষে একটা ফিল্ম করলাম এবং সেটা দেশে মুক্তির আগে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশকে আমিও একটা ফিল্মের মাধ্যমে আমি ও আমার টিমসহ সবাই উপস্থাপন করতে পারছি, বিভিন্ন অঙ্গনে—সেটা বাড়তি প্রাপ্তি বলব। কারণ, এমনটা হবে আমরা কখনো ভাবিনি। এ রকম কোনো উদ্দেশ্য নিয়েও বানানো হয়নি। কিন্তু এটা যে আন্তর্জাতিকভাবে সবাই কানেক্ট করতে পারছে এবং পৃষ্ঠপোষকতা করছে, সেটা অবশ্যই বাড়তি পাওয়া।’