বেশ কিছু দিন ধরে আলোচনায় প্রশ্নফাঁস কাণ্ড! সাথে অভিযুক্ত সৈয়দ আবেদ আলী। চলমান তদন্তে বেড়িয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতারকৃত সৈয়দ আবেদ আলী নাকি জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের মা ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন তার ব্যক্তিগত গাড়ির ড্রাইভার ছিলেন!
৯ জুলাই, মঙ্গলবার রাতে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে দেওয়া তার এক বক্তব্যে জানিয়েছেন, ‘আমি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে পিএসসির সদস্য ছিলাম। আমি যোগদানের আগে ওই লোকের (আবেদ আলী) চাকরি গেছে বলে শুনেছি। ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তখন আবেদ পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম আহমদ যখন চেয়ারম্যান ছিলেন তখন আবেদ বরখাস্ত হন। পরে তাকে চাকরিচ্যুতও করা হয়।’
জানা গেছে, প্রফেসর ড. জিনাতুন নেসা তাহমিদা বেগম ছিলেন দেশের অন্যতম প্রধান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর জন্য নিয়োগপ্রাপ্ত অষ্টম চেয়ারম্যান। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি পিএসসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২৪তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খান। সেবারই ঘটে বিসিএসে সবচেয়ে বড় প্রশ্নফাঁস কেলেঙ্কারি, বাতিল হয় পরীক্ষা। দুর্নীতির জন্য আবারও বিসিএসের ভাইভা অনুষ্ঠিত হলে বাদ পড়েন তাহসান খান।
এই ঘটনা প্রকাশ্যে আশার পর কিছুটা ধারণা করা যায় আবেদ আলীর প্রশ্নফাঁস সম্পর্কে অবগত ছিলেন কণ্ঠশিল্পী তাহসান খানের মা। কিন্তু এ বিষয়ে পিএসসির সাবেক চেয়ারম্যান ড. জিনাতুন নেসা তাহমিদা বেগমের ছোট ছেলে জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।