সন্দীপ্তা সেন! নামটা শুনলেই চোখের সামনে যেন ভেসে ওঠে হইচই-তে মুক্তি পাওয়া বোধনের কথা। আর বোধন মানেই টানটান উত্তেজনা। ‘বোধন’-এ অফুরন্ত ভালোবাসা পাওয়ার পর, আবারও রাকা সেন হয়ে পর্দায় ফিরছেন সন্দীপ্তা।
ওটিটিতে আসছে তটিনী-ইয়াশের ফিল্ম ‘তোমার জন্য মন’
ওয়েব ফিল্ম ‘তোমার জন্য মন’ দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মফস্বলে…