Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, অক্টোবর ১, ২০২৫

শাকিব দীপ্ত প্লেতে : রেকর্ড তাণ্ডব, পর্দায় ফেরার ঝলক

শাকিব দীপ্ত প্লেতে

দীপ্ত প্লেতে শাকিবের রেকর্ড তান্ডব, পর্দায় ফেরার ঝলক

শাকিব দীপ্ত প্লেতে । বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে দীপ্ত প্লে তে। আগামী ১৪ আগস্ট থেকে যে কেউ স্ট্রিম করে দেখতে পারবেন ছবিটি। বড়পর্দায় ব্যাপক সাফল্যের পরও থামেনি তাণ্ডবের সফল যাত্রা, এবার ওটিটির দর্শকদের মন জয় করতে দীপ্ত প্লে তাদের লাইব্রেরিতে যুক্ত করল ‘তাণ্ডব’।এ র আগে ছবিটি মুক্তি পেয়েছিল হৈচৈ এবং দেশের আরেকটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মে।

এর আগে সিনেমাটি হৈচৈ এবং দেশের আরেকটি শীর্ষস্থানীয় OTT প্ল্যাটফর্মে স্ট্রিমিং হয়েছিল। তবে এবার দীপ্ত প্লে-তে যুক্ত হওয়ায় আরও বড় দর্শক সংখ্যা সিনেমাটি উপভোগ করতে পারবে।

মেগাস্টার শাকিব খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, “চরকি, হৈচৈ-এর পরে এবার দীপ্ত প্লে-তে তাণ্ডব আসছে! এই প্রথম কোনো বাংলা সিনেমা তিনটি ভিন্ন OTT প্ল্যাটফর্মে সগৌরবে স্ট্রিমিং হতে যাচ্ছে। এই শো দেখতে ভুলে যেও না।”

তাণ্ডব’ পরিচালনা করেছেন রায়হান রাফী। সিনেমার প্রধান চরিত্রে শাকিব খানের সঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, শহিদুজ্জামান সেলিমসহ আরও অনেকে। বিশেষ চরিত্রে উপস্থিত রয়েছেন আফরান নিশো এবং সিয়াম, যারা সিনেমার আকর্ষণ আরও বাড়িয়েছেন।

OTT দর্শকরা দীপ্ত প্লের যেকোনো সাবস্ক্রিপশন প্যাকেজ ব্যবহার করে সিনেমাটি দেখতে পারবেন। বড়পর্দার সাফল্য এবং উত্তেজনাপূর্ণ একশন সিনগুলোর সঙ্গে এই সিনেমা এখন অনলাইনেও সমানভাবে জনপ্রিয়।

দীপ্ত প্লেতে ‘তাণ্ডব’-এর এই নতুন রিলিজ দর্শকদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা সিনেমার বড়ফ্যান, তারা শাকিব খানের দারুণ অভিনয়, একশন এবং গল্পের নতুন মুহূর্তগুলো উপভোগ করতে পারবেন। সিনেমার নতুন প্ল্যাটফর্মে আসার খবরটি দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এবং দীর্ঘ প্রতীক্ষার পর এটি OTT-এ দেখা যাচ্ছে।

Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আপন ভাইয়ের সাথে ছবি দিয়ে বিপদে কেয়া পায়েল    

বিপাকে পড়েছেন কেয়া পায়েল দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ…

আহত-নিহতদের ক্ষতিপূরণ দিচ্ছেন থালাপতি বিজয়

তামিলাগা ভেটরি কাজাগাম অতীত জীবনে থালাপতি বিজয় এত বড় বিপর্যয়ের মুখোমুখি কখনোই হয়নি। অভিনয় থেকে রাজনীতিতে পা…

‘বান্ধব’ ছবির গল্প চুরির অভিযোগ অস্বীকার নির্মাতার

চুরির দায়ে অভিযুক্ত হয়েছে ‘বান্ধব’ আগামী ৩ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সুজন বড়ুয়া পরিচালিত…
Exit mobile version